NEET Row: নিট ইস্যুতে উত্তাল সংসদ, কেন ইস্তফা দিচ্ছেন না শিক্ষামন্ত্রী? বিরোধীদের দিলেন মোক্ষম জবাব

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 22, 2024 | 1:32 PM

Parliament: রাহুল গান্ধী বলেন, "গোটা দেশ বুঝতে পারছে যে আমাদের পরীক্ষা ব্যবস্থায় গুরুতর সমস্যা হচ্ছে। শিক্ষামন্ত্রী নিজেকে বাদ দিয়ে সকলকে দোষ দিয়েছেন। আমার মনে হয় না উনি বুঝতে পারছেন বিষয়টি কতটা গুরুতর বা কী হচ্ছে..."

NEET Row: নিট ইস্যুতে উত্তাল সংসদ, কেন ইস্তফা দিচ্ছেন না শিক্ষামন্ত্রী? বিরোধীদের দিলেন মোক্ষম জবাব
সংসদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
Image Credit source: Sansad TV

Follow Us

নয়া দিল্লি: বাদল অধিবেশন শুরু হতেই নিট ইস্যু নিয়ে উত্তাল সংসদ। উঠল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি। বিরোধীদের আক্রমণের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। বিরোধীদের ইস্তফার দাবির জবাবে তিনি বলেন, “আমার নেতার কৃপায় এখানে রয়েছি। সম্মিলিতভাবে সরকার জবাবদিহি করবে।”

আজ, সোমবার সংসদের বাদল অধিবেশনের শুরুতেই নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সুর চড়ায় বিরোধীরা। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, “এই সরকার প্রশ্নপতির ফাঁসে নতুন রেকর্ড তৈরি করবে। গোটা দেশজুড়ে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছে। তদন্ত হচ্ছে, গ্রেফতারি হচ্ছে। আমার একটাই অনুরোধ, যদি এই শিক্ষা মন্ত্রী থাকেন, তবে পড়ুয়ারা ন্যায়বিচার পাবে না।”

এর জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশে নিট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আমি রাজনীতি করতে চাই না, কিন্তু আমার কাছে তালিকা রয়েছে যখন অখিলেশজি দায়িত্বে ছিলেন (উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী), তখন কত প্রশ্নপত্র ফাঁস হয়েছিল।”

এরপরই বলতে ওঠেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, “গোটা দেশ বুঝতে পারছে যে আমাদের পরীক্ষা ব্যবস্থায় গুরুতর সমস্যা হচ্ছে। শিক্ষামন্ত্রী নিজেকে বাদ দিয়ে সকলকে দোষ দিয়েছেন। আমার মনে হয় না উনি বুঝতে পারছেন বিষয়টি কতটা গুরুতর বা কী হচ্ছে…”

রাহুল গান্ধী আরও বলেন, “দেশের লক্ষাধিক পড়ুয়া চিন্তিত। তাদের মনে বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা গোটাটাই প্রতারণা। লক্ষাধিক মানুষ বিশ্বাস করেন যে ধনী হলেই পরীক্ষা ব্যবস্থাকে কিনে নেওয়া যায়। আমাদের বিরোধীদেরও একই অনুভূতি। সরকার এর সমাধানে কী করছে?”

রাহুলকে পাল্টা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমার কেন্দ্রের জনগণের সমর্থন রয়েছে। সংসদের কারোর কাছ থেকে বুদ্ধিমত্তার সার্টিফিকেটের প্রয়োজন নেই। চিৎকার করলেই মিথ্যা সত্য হয়ে যাবে না। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কুমন্তব্য করা হচ্ছে। বিরোধী দলনেতার কাছ থেকে এর থেকে দুঃখজনক আর কী মন্তব্য হতে পারে। এর তীব্র নিন্দা করছি আমি।”

শিক্ষামন্ত্রী বলেন, “এনটিএ ২৪০টিরও বেশি পরীক্ষার আয়োজন করেছে এবং ৫ কোটিরও বেশি পরীক্ষার্থী তাতে বসেছেন। বিগত ৭ বছরে প্রশ্নপত্র ফাঁসের কোনও প্রমাণ নেই। কেন্দ্র কিছু লুকোচ্ছে না।”

কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর জানতে চান যে শিক্ষামন্ত্রী ইস্তফা দিচ্ছেন কি না, এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “আমি আমার নেতা, নরেন্দ্র মোদীজির দয়ায় রয়েছি। যখন দায়ভারের প্রসঙ্গ আসে, সরকার সামগ্রিকভাবে জবাব দেবে।”

Next Article