নয়া দিল্লি: নাম বদল হতে চলেছে নেহরু মেমোরিয়্যাল মিউজিয়াম ও লাইব্রেরির (Nehru Memorial Museum & Library)। এবার এটির নতুন নাম হবে ‘প্রধানমন্ত্রী সংগ্রহালয়’। ইংরেজিতে যেটি ‘প্রাইম মিনিস্টার মিউজিয়াম’। শুক্রবারই কেন্দ্রের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা নিয়ে নতুন করে বিতর্ক বেধেছে। নেহরু মেমোরিয়্যাল মিউজিয়াম ও লাইব্রেরির নাম বদলের তীব্র বিরোধিতা করে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। তার জবাব দিয়ে টুইট করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J.P Nadda)। তাঁর দাবি, “প্রধানমন্ত্রী সংগ্রহালয়-এ প্রত্যেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়েছে এবং পণ্ডিত নেহরুর মর্যাদা আরও বাড়ানো হয়েছে।”
কংগ্রেস সভাপতির কটাক্ষের জবাব দিয়ে এদিন মোট ৩টি টুইট করেছেন নাড্ডা। কংগ্রেস ‘ক্ষুদ্র মানসিকতার পরিচয় দিচ্ছে’ কটাক্ষ করে প্রথম টুইটে তিনি আরও লিখেছেন, “প্রধানমন্ত্রী সংগ্রহালয়-এ প্রত্যেক প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়েছে। পণ্ডিত নেহরুর বিষয়টিও পরিবর্তন করা হয়নি। বরং তাঁর মর্যাদা বাড়ানো হয়েছে। যে দলটি ৫০ বছরেরও বেশি সময় ধরে ভারতকে শাসন করেছে, তাদের ক্ষুদ্রতা সত্যিই দুঃখজনক। এই কারণেই জনগণ তাদের প্রত্যাখ্যান করছে।”
In PM Sangrahalaya, every PM has got respect. Section relating to Pandit Nehru hasn’t been altered. On the contrary, it’s prestige has been enhanced. For a party which ruled India for over 50 years, their pettiness is really tragic. It’s also the reason people are rejecting them.
— Jagat Prakash Nadda (@JPNadda) June 16, 2023
নেহরু মেমোরিয়ালের নামকরণ বদল প্রসঙ্গে কংগ্রেসের আচরণের নিন্দা করে দ্বিতীয় টুইটে নাড্ডা লিখেছেন, “এই ইস্যুতে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি হাস্যকর। কারণ তাদের দলের একমাত্র অবদান হল, কেবল একটি পরিবারের রাজত্বটিকে রয়েছে সেটা নিশ্চিত করার জন্য সমস্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রীদের কথা মুছে ফেলা।”
তৃতীয় টুইটে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের টুইট তুলে ধরে বিজেপির সর্বভারতীয় সভাপতি লিখেছেন, “রাজনৈতিক বদহজমের উৎকৃষ্ট উদাহরণ- একটি সাধারণ সত্য মেনে নিতে না পারা যে, একটি বংশের বাইরেও এমন নেতা আছেন যাঁরা আমাদের দেশের সেবা করেছেন ও দেশ গড়ে তুলতে সাহায্য করেছেন। এই রাজনীতির বাইরে পিএম সংগ্রহালয় এবং এটা উপলব্ধি করার ব্যাপারে কংগ্রেসের দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে।”
প্রসঙ্গত, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরির নাম বদলের খবর প্রকাশ্যে আসতেই তীব্র বিরোধিতা করে টুইট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। টুইটারে তিনি লিখেছেন, “যাদের কোনও ইতিহাস নেই তারা অন্যের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে!
Nehru Memorial Museum & Library-র নাম বদলের কুৎসিত চেষ্টায় আধুনিক ভারতের শিল্পকার ও গণতন্ত্রের নির্ভীক প্রহরী, পণ্ডিত জওহরলাল নেহরুজির অবদানকে ছোট করা যায় না।
এর মধ্য দিয়ে কেবল BJP-RSS-এর নীচু মানসিকতা ও একনায়কত্ব মনোভাবকেই স্পষ্ট করে।”