BJP On Sisodia : ‘ভাং খেয়েছেন নাকি?’ সিসোদিয়ার দাবি শুনে প্রশ্ন বিজেপির

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Aug 22, 2022 | 6:08 PM

BJP On Sisodia : মণীশ সিসোদিয়া দাবি করেছিলেন, তাঁর বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ এসেছে। তবে এবার তাঁর দাবি উড়িয়ে দিল বিজেপি।

BJP On Sisodia : ভাং খেয়েছেন নাকি? সিসোদিয়ার দাবি শুনে প্রশ্ন বিজেপির

Follow Us

নয়া দিল্লি : দিল্লির আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে একাধিন বিষয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লির নয়া আবগারি নীতি নিয়ে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আপাতত সিবিআই-র নজরে। এর মধ্যেই বিস্ফোরক দাবি করেছিলেন সিসোদিয়া। তিনি দাবি করেছিলেন, তাঁর কাছে মেসেজ মারফত বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ এসেছে। এবার সেই দাবি খারিজ করল বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, তাঁর দল আপের এই দুর্নীতি ও অসততা প্রকাশ্যে এনেছে। তিনি আরও বলেছেন, জনগণের প্রশ্নের কোনও উত্তর নেই দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল ও তাঁর ডেপুটি সিসোদিয়ার কাছে।

সোমবার সকালে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইটে লেখেন, ‘আমার কাছে বিজেপির মেসেজ এসেছে,আমি যদি আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিই, তাহলে সিবিআই-ইডির সমস্ত মামলা বন্ধ করে দেওয়া হবে।’ এবার সিসোদিয়ার বার্তার পাল্টা জবাব দিল বিজেপিও। সিসোদিয়ার দাবি নিয়ে প্রসঙ্গে বিজেপি নেতা পারভেশ ভার্মা বলেছেন, সিসোদিয়া ভাঙ খেয়েছেন কি না। তিনি প্রকাশ্যে সেই বিজেপি নেতার নাম জানিয়ে দেওয়ার কথাও বলেন সিসোদিয়াকে। তিনি এদিন বলেছেন, ‘মণীশ সিসোদিয়ার উচিত প্রতিদিন সকালে প্রাণায়াম করা। তিনি কি ভাঙ খেয়েছেন? যিনি তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলেছেন তাঁর নাম বলে দিক। এমনকী তিনি নাক খত দিলেও বিজেপি তাঁকে নেবে না।’

এদিকে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, নয়া আবগারি নীতিতে দুর্নীতিতে অরবিন্দ কেজরীবালের নিশ্চুপ থাকাই প্রমাণ করে যে তিনি অসৎ। তাঁকে এই দুর্নীতি নিয়ে কিছু বলার জন্য ২৪ ঘণ্টা সময়ও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, দিল্লির সরকারের একের পর এক প্রকল্পে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে সিবিআই। সম্প্রতি দিল্লির নয়া আবগারি নীতি নিয়ে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে ১৫ ঘণ্টা অভিযান চালায় সিবিআই। যদিও তিনি কোনও দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তারঁ একমাত্র অপরাধ তিনি কেজরীবালের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী। তিনি বলেছিলেন, ‘তাঁদের মূল সমস্যা আবগারি নীতি নয়। তাঁদের মূল সমস্যা অরবিন্দ কেজরীবাল। তাঁকে থামানোর জন্যই আমার বিরুদ্ধে অভিযান চলছে। আমি কোনও দুর্নীতিতে যুক্ত নেই। আমি কেবলমাত্র অরবিন্দ কেজরীবালের শিক্ষামন্ত্রী।’

Next Article