নয়া দিল্লি: বুধবার ২৪ অগস্ট প্রতিবেশী দুই রাজ্য পঞ্জাব ও হরিয়ানাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাজ্যে একটি করে হাসপাতাল উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। সোমবার প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, হরিয়ানার ফরিদাবাদে ‘অমৃতা হাসপাতাল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। এই হাসপাতাল উদ্বোধনের পর মোহালির ‘হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টার’ নামে বিশ্বমানের একটি ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, অমৃতা হাসপাতাল উদ্বোধনের সঙ্গে সঙ্গে ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন অথাব এনসিআরে চিকিৎসা পরিষেবা অনেকটাই উন্নত হবে বলে মনে করা হচ্ছে। পিএমও সূত্রে জানা গিয়েছে, নবনির্মিত এই হাসপাতালে ২ হাজার ৬০০টি বেডের পাশাপাশি অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এবং মাতা আনন্দময়ী মঠ এই গোটা হাসপাতালটি দেখভালের দায়িত্ব থাকবে। জানা গিয়েছে, হাসপাতাল তৈরিতে মোট ৬ হাজার কোটি টাকা খরচ হয়েছে এবং হাসপাতাল চালু হওয়ার ফলে ফরিদাবাদ ও জাতীয় এনএসআরের মানুষদের চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সুযোগ সুবিধা হবে।
অন্যদিকে প্রতিবেশী রাজ্য পঞ্জাবের মোহালিতে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল উদ্বোধনের ফলে এই অঞ্চলের মানুষ কর্কট রোগের চিকিৎসা করাতে পারবেন। পারমাণবিক শক্তি বিভাগের আওতায় থাকা টাটা মেমোরিয়াল সেন্টার ৬৬০ কোটি টাকা ব্যায়ে এই হাসপাতালটি তৈরি করেছে। এই ক্যান্সার হাসপাতালে ৩০০টি বেডের পাশাপাশি উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ বসানো হয়েছে। এই হাসপাতালে শল্য চিকিৎসা, রেডিও থেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের মতো সব ধরনের ক্যান্সারের চিকিৎসা হবে বলেই জানা গিয়েছে। এই হাসপাতাল ক্যান্সার চিকিৎসার হাব হিসেবেই ব্যবহার করা হবে। সঙ্গুরের ১০০ শয্যার যে ক্যান্সার হাসপাতাল রয়েছে, সেই জাতীয় পরিষেবা এখানে পাওয়া যাবে।