নয়া দিল্লি: লোকসভার দামামা বেজে গিয়েছে। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। ১৯৫ জনের সেই তালিকায় রয়েছে নানা চমক। বাংলায় প্রার্থী করা হয়েছে এক ভোজপুরী তারকাকে। পবন সিং, আসানসোল কেন্দ্রে প্রার্থী করা হয়েছে এই নামকরা ভোজপুরী গায়ককে। তবে শুধু একা পবনই নন, প্রথম দফার প্রার্থী তালিকাতেই রয়েছে আরও তিন ভোজপুরী তারকার নাম।
শনিবার বিজেপির প্রকাশিত ১৯৫ জনের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে চার ভোজপুরী তারকার নাম- রবি কিষাণ, মনোজ তিওয়ারি, দীনেশ লাল যাদব নিরহুয়া ও পবন সিং। মূলত হিন্দি বলয়ে জোর দিতে এবং সমাজের তৃণমূল স্তরের মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতেই এই ভোজপুরী তারকাদের প্রার্থী করা হয়েছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত।
রবি কিষাণ ভোজপুরী সিনেমার “অমিতাভ বচ্চন” হিসাবেই পরিচিত। ভোজপুরী ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু সিনেমাতেও অভিনয় করেছেন। ২০১৯ সালে গোরক্ষপুর লোকসভা আসন থেকে বিজেপির টিকিটেই লড়েছিলেন।
মনোজ তিওয়ারি ২০১৪ ও ২০১৯ সালে বিজেপির টিকিটে উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং দুইবারই তিনি জয়ী হন। মাঝে জল্পনা শোনা যাচ্ছিল এবার তাঁকে বিহারের কোনও আসন থেকে প্রার্থী করা হতে পারে। তবে গতকাল প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায়, তৃতীয়বারও তিনি উত্তর-পূর্ব দিল্লি থেকেই প্রার্থী হচ্ছেন।
দীনেশ লাল যাদব, নিরহুয়া নামেই পরিচিত। এই ভোজপুরী তারকা ২০১৯ সালে উত্তর প্রদেশের আজমগড় কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদবের বিরুদ্ধে। নির্বাচনে হেরে যান তিনি। তবে ২০২২ সালে অখিলেশ বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য লোকসভা আসন ছেড়ে দিলে, সেখানে উপনির্বাচন হয়। অখিলেশের ভাই ধর্মেন্দ্র যাদবকে হারিয়ে জয়ী হন দীনেশ।
রাজনীতির আঙিনায় পা রেখেছেন ভোজপুরী গায়ক-অভিনেতা পবন সিং। এবার তাঁকে আসানসোল থেকে প্রার্থী করেছে বিজেপি।