BJP Campaign Song: ‘স্বপ্ন নয়, বাস্তব বোনে…’, লোকসভা নির্বাচনের আগেই প্রচার গান প্রকাশ করল বিজেপি

Lok Sabha Election 2024: বিজেপির তরফে এই নতুন গানটি প্রকাশ করে বলা হয়েছে যে এই গান আসলে গোটা দেশের অনুভূতির প্রতিফলন। দেশের প্রতিটি কোণা থেকে, সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন ভাষী মানুষ এক সুরে একটাই কথা বলছেন, "স্বপ্ন নয়, বাস্তব বুনন করা হয়, তাই তো সবাই মোদীকেই বেছে নেন।"

BJP Campaign Song: 'স্বপ্ন নয়, বাস্তব বোনে...', লোকসভা নির্বাচনের আগেই প্রচার গান প্রকাশ করল বিজেপি
প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে প্রচার গান বিজেপির।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Apr 10, 2024 | 11:21 AM

নয়া দিল্লি: হাতে মাত্র আর দিন কয়েক, তারপরই লোকসভা নির্বাচন। শেষ মুহূর্তের প্রচার করছে সমস্ত রাজনৈতিক দল। ভোটের ঠিক প্রাক্কালেই বিজেপি প্রকাশ করল নতুন প্রচার গান। “তবি তো সবহি মোদী কো চুনতে হ্যায়” নামক গানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান এবং কেন সবাই প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে বেছে নেন, তাই-ই তুলে ধরা হয়েছে।

বিজেপির তরফে এই নতুন গানটি প্রকাশ করে বলা হয়েছে যে এই গান আসলে গোটা দেশের অনুভূতির প্রতিফলন। দেশের প্রতিটি কোণা থেকে, সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন ভাষী মানুষ এক সুরে একটাই কথা বলছেন, “স্বপ্ন নয়, বাস্তব বুনন করা হয়, তাই তো সবাই মোদীকেই বেছে নেন।”

১২টি ভাষায় গাওয়া এই গানে তুলে ধরা হয়েছে যে বৈচিত্র্যময় ভারতেও ভাষা, ধর্মের বিভিন্নতা থাকা সত্ত্বেও সকলে একত্রিতভাবে বসবাস করেন। দেশের দীর্ঘতম সেতু- অটল সেতু থেকে শুরু করে সর্দার বল্লভভাই পটেলের স্ট্যাচুকে যেমন তুলে ধরা হয়েছে এই ভিডিয়োয়, তেমনই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর উন্নতির খতিয়ান এবং স্বচ্ছ ভারত অভিযানকেও তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী যেভাবে দেশের অন্নদাতা, শ্রমিকদের সম্মান জানিয়েছেন, তার বিভিন্ন দৃশ্যও তুলে ধরা হয়েছে এই ভিডিয়োয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নারী ক্ষমতায়নের উপরেও। ভিডিয়োর শেষে দেখা যায়, হাজার হাজার মানুষ এক জায়গায় গোল হয়েছেন, তাদের হাতে ধরা প্ল্যাকার্ড দিয়ে মোদীর প্রতিকৃতি তৈরি হচ্ছে।