নয়া দিল্লি: বাংলায় একটা প্রবাদ আছে, ‘সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতা কার মাসি’! বৃহস্পতিবার (৯ জুন) কংগ্রেস নেতা তথা রাজস্থান থেকে কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী রণদীপ সিং সুরজেওয়ালা শুধু রামায়ণ নয়, গুলিয়ে ফেললেন রামায়ণ-মহাভারত, সীতা-দ্রৌপদী – সবটাই। স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে কংগ্রেস দলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের প্রশ্ন, ‘কেন কংগ্রেস হিন্দুদের এত ঘৃণা করে’।
কংগ্রেস দলের অন্যতম জাতীয় মুখপাত্র হলেন রণদীপ সিং সুরজেওয়ালা। গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠও বটে। মিঃ সুরজেওয়ালা রাজস্থান থেকে রাজ্যসভা নির্বাচনে যে তিনজনকে প্রার্থী করেছে কংগ্রেস, তাঁদের মধ্যে নাম রয়েছে রণদীপ সুরজেওয়ালারও। এদিন, সাংবাদিক বৈঠকে তিনি নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস দেখানোর পাশাপাশি মহাভারতের চরিত্র দ্রৌপদী সম্পর্কিত একটি পর্বের উল্লেখ করতে গিয়ে সীতা আর দ্রৌপদীর মধ্যে গুলিয়ে ফেলেন। দ্রৌপদীকে তিনি রামায়ণের সীতা দেবী বলে উল্লেখ করেন।
বিজেপি তাদের বিধায়কদের অর্থ বা অন্য কোনও প্রলোভন দেখিয়ে কিনে নিতে পারে, এই আশঙ্কায় রাজ্যসভার নির্বাচনের আগে, দলের সব বিধায়ক এবং রাজ্যসভার প্রার্থীদের রাজস্থানের উদয়পুর শহরের এক রিসর্টে রেখেছে কংগ্রেস। এদিন সেখানেই এক সাংবাদিক বৈঠক করে, সুরজেওয়ালা জানান, রাজস্থানে দলের তিন প্রার্থীর জয়ের বিষয়েই তিনি আত্মবিশ্বাসী। একই সঙ্গে তিনি বিজেপিকে আক্রমণ করতে গিয়েছিলেন। আর সেই সময়ই ঘটে যায় বিরাট ভুল। কংগ্রেস নেতা বলেন, ‘সংখ্যাগরিষ্ঠের জয় হবে, গণতন্ত্রের জয় হবে, সংবিধানের জয় হবে, আইনের জয় হবে, নৈতিকতার জয় হবে এবং যারা মিথ্যার আড়ালে আছে…যেমন এক সময় সীতা মায়ের ‘বস্ত্রহরণ’ হয়েছিল…তারা গণতন্ত্রের ‘বস্ত্রহরণ’ করতে চায়, তারা পরাজিত হবে এবং (তাদের মিথ্যা) উন্মোচিত হবে’।
कांग्रेस को हिंदुओं से इतनी घृणा क्यों है?
मंदिर-मंदिर घूमकर चुनावी पर्यटन करने वाले राहुल गाँधी वैसे भी हिंदुत्व जैसे पवित्र शब्द से चिढ़ते हैं। उनकी पार्टी भगवान राम का अपमान करती रहती है।
आज फिर कांग्रेस ने माता सीता पर अभद्र टिप्पणी कर हिन्दुओं की आस्था को चोटिल किया है। pic.twitter.com/jMweeXUbSE
— RajyavardhanRathore (@Ra_THORe) June 9, 2022
রণদীপ সিং সুরজেওয়ালার এই সাংবাদিক বৈঠকের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে, বিজেপির জাতীয় মুখপাত্র রাজ্যবর্ধন সিং রাঠোর প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘কেন কংগ্রেস হিন্দুদের এত ঘৃণা করে? রাহুল গান্ধী, মন্দির থেকে মন্দিরে নির্বাচনী সফর করলেও, হিন্দুত্বের মতো একটি পবিত্র শব্দে বিরক্ত হন। তাঁর দল ভগবান রামের অবমাননা করে চলেছে। আজ আবার কংগ্রেস মাতা সীতাকে নিয়ে অশালীন মন্তব্য করে হিন্দুদের বিশ্বাসে আঘাত করল’।
শুক্রবারই রাজ্যসভার নির্বাচন। রাজস্থানে নির্বাচন হবে চারটি আসনের জন্য। রণদীপ সুরজেওয়ালা ছাড়া, কংগ্রেস প্রার্থী করেছে মুকুল ওয়াসনিক এবং প্রমোদ তিওয়ারিকে। অন্যদিকে বিজেপি টিকিট দিয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ঘনশ্যাম তিওয়ারিকে। সেই সঙ্গে তারা সমর্থন করছে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্রকে। এদিন তাঁকে নিশানা করে সুরজেওয়ালা বলেন, ‘যাঁরা অর্থ শক্তি, সিবিআই, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং আয়কর বিভাগের শক্তিতে বলিয়ান হয়ে রাজস্থানে এসেছেন তাঁদের পরাজিত হবেই’। বিজেপি ছাড়াও রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি বা আরএলপি-ও সমর্থন করছে সুভাষ চন্দ্রকে।