হায়দরাবাদ : জামিন পাওয়ার কয়েক ঘণ্টা পরই ফের গ্রেফতার হলে তেলাঙ্গানার সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়ক টি রাজা সিং। প্রসঙ্গত, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজা সিং আজ তেলঙ্গানার ‘সাম্প্রদায়িক বাতাবরণ’ নিয়ে ভিডিয়ো প্রকাশ করেন। এরপরই পুলিশ ফের তাঁকে গ্রেফতার করে। এর আগে পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে আপত্তিজনক কথা বলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। আদালতের থেকে জামিন পেয়েছিলেন রাজা সিং। সেইসময় আদালতের তরফে তাঁকে শর্তে বলা হয়েছিল, তিনি মিডিয়ার সামনে আসতে পারবেন না। তবে আজ ফের রাজ্যের শাসকদলকে তোপ দেগে ভিডিয়ো প্রকাশ করে সেই শর্ত লঙ্ঘন করেছেন রাজা। তাই এদিন তাঁকে গ্রেফতার করা হয়।
সদ্য প্রকাশিত ভিডিয়োতে রাজা সিং বলেন, ‘তেলঙ্গানার পুলিশ আসাদউদ্দিন ওয়াইসির হাতের পুতুল। এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ ওয়াইসির সমর্থকদের পাথর ছোঁড়ার লাইসেন্স দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনও এফআইআর নেই, গ্রেফতারি নেই।’ এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী কেসি রাওয়ের ছেলে তথা মন্ত্রী কেটি রামা রাওকে তোপ দেগেছেন রাজা। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মেহমুদ আলির প্রতি তাঁর প্রশ্ন, ‘আজকে রাজ্যের এই অবস্থা কেন?’ তিনি অভিযোগ করেন, ‘ওয়াইসির দলের সঙ্গে মিলে মুসলিম ভোট ব্যাঙ্কের খেলায় মেতেছে তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি।’
রাজা বলেন, ‘তেলাঙ্গানায় সাম্প্রদায়িক উত্তেজনার কারণ বলছি। মুনাওয়ার ফারুকি নামের এক স্ট্যান্ড আপ কমেডিয়ান আছেন। তিন মাস আগে পুলিশের সহযোগিতায় আমরা হায়দরাবাদে তাঁর শো বাতিল করে দিয়েছিলাম। এই কৌতুক অভিনেতা তখন টুইটারে কেটিআরের সঙ্গে যোগাযোগ করেন… কেটিআর তাঁকে আমন্ত্রণ জানান; তাঁকে পুলিশি নিরাপত্তা দেন। আমি গ্রেফতার হয়েছিলাম। চারজন আইপিএস অফিসার সহ পাঁচ হাজার পুলিশ মোতায়েন করে কেটিআর সফলভাবে অনুষ্ঠানটি করিয়েছিলেন। কেটিআর মুনাওয়ার ফারুকিকে আমাদের দেবতাদের নিয়ে রসিকতা করতে দিয়েছিলেন… আর সেই সময় বাইরে রাম ভক্তদের মারধর করা হচ্ছিল।’
বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেতা আরও বলেন, ‘আমি ডিজিপি, কমিশনারকে অনুরোধ করেছিলাম যে এই ধরনের কৌতুক অভিনেতাকে এমন একটি অনুষ্ঠান করতে দেওয়া উচিত নয় যেখানে তিনি আমাদের দেবতাদের গালি দিচ্ছেন। কিন্তু কেটিআর-এর অহংকার এর মধ্যেই এসেছিল… এই লোকেরা মুসলিম ভোটব্যাঙ্কের খেলা খেলছে। তারা ভেবেছিল, কর্মসূচি বাতিল হলে বিজেপি লাভবান হবে। এবং এটি সফলভাবে অনুষ্ঠিত হলে টিআরএস এবং এআইএমআইএম-এর লাভ হবে। আমি আমার দলকে বোঝাব যে আমি কোনও ধর্মকে অপমান করছিলাম না। আমি একজন ব্যক্তিকে আক্রমণ করছিলাম।’ এদিকে আজকে ভিডিয়ো প্রকাশ করে যে তিনি আদালতের নির্দেশ অমান্য করছিলেন তা মেনে নিয়ে রাজা ভিডিয়োতে বলেন, ‘আমি জানি আমি একটা ঝুঁকি নিচ্ছি। তবে যা পরিস্থিতি তাতে আমার কাছে আর কোনও উপায় নেই।’