BJP Foundation Day: ১০ লক্ষ জায়গা থেকে মোদীর বক্তৃতা সম্প্রচার, প্রতিষ্ঠা দিবসে বিশেষ পরিকল্পনা বিজেপির

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 04, 2023 | 6:06 AM

BJP Foundation Day: ৬ এপ্রিল ৪৩ তম প্রতিষ্ঠা দিবস বিজেপির। এই উপলক্ষে ১০ লক্ষ জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা সম্প্রচার করা হবে।

BJP Foundation Day: ১০ লক্ষ জায়গা থেকে মোদীর বক্তৃতা সম্প্রচার, প্রতিষ্ঠা দিবসে বিশেষ পরিকল্পনা বিজেপির
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: দু’দিন বাদেই ৪৩ তম প্রতিষ্ঠা দিবস ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party)। ধুমধাম করে হবে তার উদযাপন। আর সেই উদযাপনের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা সম্প্রচারের পরিকল্পনা করেছে পদ্ম শিবির। দেশজুড়ে ১০ লক্ষ জায়গা থেকে এই সম্প্রচার করা হবে।

৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস:

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিজেপির প্রতিষ্ঠা দিবস। তার জন্য প্রস্তুতি তুঙ্গে। কয়েকজন বর্ষীয়ান বিজেপি নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ কিছু বক্তৃতা দেশজুড়ে সম্প্রচার করা হবে। আর তার চূড়ান্ত প্রস্তুতি চলছে।

পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বিজেপির জাতীয় প্রধান কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করবেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি কিছু বক্তব্য রাখবেন। তারপর দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির কার্যালয় থেকে মোদীর বক্তৃতা সম্প্রচার করা হবে। আর প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে নিজ নিজ এলাকার দলীয় কার্যালয়ে উপস্থিত হবেন বিজেপির নেতা-কর্মীরা।

এক বিজেপি নেতা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন,”বুথ স্তরের সমস্ত কর্মীদের জানানো হয়েছে। কর্মসূচির রূপরেখা নিয়ে কর্মীদের চিঠিও দিয়েছে বিজেপি।” জানা গিয়েছে, ৬ এপ্রিল থেকে শুরু করে ১৪ এপ্রিল আম্বেদকরের জন্মবার্ষিকী পর্যন্ত এক সপ্তাহব্যপী কর্মসূচি রয়েছে বিজেপির। এই প্রচারাভিযানের মাধ্যমে সামাজিক সম্প্রীতির বার্তা দিতে পারে বিজেপি।

Next Article