Indian Railway Rules: চলন্ত ট্রেনে এই কাজগুলি করলে হতে পারে কড়া শাস্তি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 04, 2023 | 12:56 AM

আপনি কি জানেন চলন্ত ট্রেনে আপনার কোন কাজ করা উচিত নয়, যেগুলি করলে শাস্তির মুখে পড়তে হতে পারে?

Indian Railway Rules: চলন্ত ট্রেনে এই কাজগুলি করলে হতে পারে কড়া শাস্তি
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করে। এমন পরিস্থিতিতে ট্রেনে ভ্রমণের সময় অবশ্যই কিছু বিষয় জেনে রাখা জরুরি। সেগুলি খেয়াল না করলে সমস্যায় পড়তে হতে পারে। আপনি কি জানেন চলন্ত ট্রেনে আপনার কোন কাজ করা উচিত নয়, যেগুলি করলে শাস্তির মুখে পড়তে হতে পারে? জেনে নিন…

চলন্ত ট্রেনে অকারণে এমার্জেন্সি চেন টানা,নেশা করা উচিত নয়। টিকিট ছাড়া ভ্রমণ করা একেবারেই উচিত নয়। এই সমস্ত ভুল করার জন্য জরিমানা যোগ্য শাস্তি হতে পারে। যেমন, অকারণে ট্রেনের এমার্জেন্সি চেন টানলে রেলওয়ে আইন ১৯৮৯-এর ১৪১ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই ধারা অনুসারে অভিযুক্তের বিরুদ্ধে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। এছাড়াও, আপনার এক বছর কারাদণ্ড অথবা দুটোই একসঙ্গে হতে পারে। অন্যদিকে দোষী সাব্যস্ত হলে সারাজীবনের জন্য সরকারি চাকরির জন্য কালো তালিকাভুক্ত হবেন। অর্থাৎ ভবিষ্যতে কোনও সরকারি চাকরি পাওয়া যাবে না। চেন টানার মতো চলন্ত ট্রেনে নেশা করলেও রেলওয়ের বিশেষ ধারায় আর্থিক জরিমানা ও কারাদণ্ড হতে পারে। আর ট্রিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করার শাস্তি তো অবধারিত জেল।

তবে বিশেষ প্রয়োজনে এমার্জেন্সি চেন টানলে সেটা অপরাধের মধ্যে পড়ে না। যেমন ট্রেনের মধ্যে ৬০ বছর বা তার থেকে বেশি বয়সি কাউকে স্টেশনে ফেলে রাখা হয়, তাহলে তাঁকে সাহায্যের জন্য চেন টানা যেতে পারে। এছাড়া অন্য কোনও বিপদ বা আগুন লাগা, হঠাৎ কারো স্বাস্থ্যের অবনতি বা চুরি-ডাকাতি হলে ট্রেনের এমার্জেন্সি চেন টেনে নিতে পারেন।

Next Article