নয়া দিল্লি: আগামী লোকসভা নির্বাচনে ‘একলা চলো’-র ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তবে রাহুল ইস্যুতে অন্যান্য বিরোধী দলের সঙ্গে সুর মিলিয়েছে তৃণমূলও (TMC)। এবার পুনরায় জোট বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তবে কেবল বিরোধীদের নয়, এক ধাপ এগিয়ে একেবারে বিজেপি-ঘনিষ্ঠ দলকে জোট-বার্তা দিলেন ডেরেক (Derek O’Brien)।
কী বার্তা দিলেনি ডেরেক ও ব্রায়েন?
সোমবার সরাসরি বিজেপি-ঘনিষ্ঠ দুই দল বিজেডি (BJD), ওয়াইএসআর (সিপি) (YSR Congress)-কে বিরোধীদের সঙ্গে আসার আহ্বান জানিয়েছেন ডেরেক ও ব্রায়েন। বিজেডি, ওয়াইএসআর-কে বিরোধী-জোটে সামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি (Derek O’Brien) বলেন, “এখন দূরে থাকার সময় নয়। সবাইকে একজোট হতে হবে। বিজেপি সরকারকে রুখতে বিরোধীদের সঙ্গে একমঞ্চে আসুন।”
জানা গিয়েছে, এদিন দিল্লিতে ডিএমকে-র ডাকা অল ইন্ডিয়া ফেডারেশন ফর সোশ্যাল জাস্টিস-এর বৈঠক ছিল। কিন্তু সেই বৈঠকে নবীন পট্টনায়কের বিজেডি ও জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআর (সিপি)-র যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু, শেষ পর্যন্ত এই দুই দলের কোনোপ্রতিনিধি হাজির হননি। এর প্রেক্ষিতেই তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন তাঁদের জোটে সামিল হওয়ার আহ্বান জানালেন বলে সূত্রের খবর।
সাধারণত, কেন্দ্রের জোট শরিকদের বিরোধী-জোটে আসার আহ্বান জানানোর ঘটনা দেখা যায় না। কিন্তু, এদিন যেভাবে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন নাম না করে বিজেডি ও ওয়াইএসআর-কে বিরোধী-জোটে আসার আহ্বান জানালেন, তা এনডিএ জোটে চিড় ধরানোর একটি প্রচেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, তৃণমূল কি তাহলে ‘একলা চলো’ নীতি থেকে সরে এল?- এমন প্রশ্নও উঠছে। যদিও এবিষয়ে তৃণমূলের তরফে জানানো হয়নি।