BJP in Tripura: ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে বিজেপির জয়জয়কার, পদ্ম ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Aug 13, 2024 | 10:38 PM

BJP in Tripura: ৮ অগস্ট হয়েছিল ভোট। নির্বাচন কমিশনের তথ্য বলছে সেদিন বিকাল ৪টে পর্যন্ত ভোটদানের হার ছিল ৭৯.০৬ শতাংশ। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে যে তাঁর দল মারাত্মক ভাল ফল করতে চলেছে সেই পূর্বাভাস আগেই দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

BJP in Tripura: ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে বিজেপির জয়জয়কার, পদ্ম ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

ত্রিপুরা: বাংলায় না হলেও ত্রিপুরায় হল। সে রাজ্যে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পদ্ম ঝড়ের কাছে কার্যত খড়খুটোর মতো উড়ে গেল বাকি সব দল।  পশ্চিম ত্রিপুরায় তো প্রায় সব আসনই এসেছে বিজেপির খাতায়। শুধু দুকলি রুরাল ডেভলপমেন্ট ব্লকে কয়েকটা আসন জিতেছে ত্রিপা মোথা পার্টি। রেজাল্ট বলছে ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে ৪৮২৫ আসন। তিপ্রা জিতেছে ৯৪টি আসন। কংগ্রেসের খাতায় ২৪ আসন। সিপিআইএম এর খাতায় ২০ আসন। 

অন্যদিকে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বিজেপি জিতেছে ২৯৫টি আসনে। সিপিআইএম পেয়েছে ২টি। নির্দল ১। জেলা পরিষদে বিজেপি জিতেছে ৭০টি আসন। বিরোধীরা শূন্য। 

৮ অগস্ট হয়েছিল ভোট। নির্বাচন কমিশনের তথ্য বলছে সেদিন বিকাল ৪টে পর্যন্ত ভোটদানের হার ছিল ৭৯.০৬ শতাংশ। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে যে তাঁর দল মারাত্মক ভাল ফল করতে চলেছে সেই পূর্বাভাস আগেই দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবার ভোটের ফল প্রকাশের পর তাই একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাওয়ায় খুশির হাওয়া পদ্ম সমর্থকদের মধ্যে। এদিকে ভোটের আগেই আবার বড়সড় প্রতিশ্রুতি দিয়ে বসে আছে সে রাজ্যের সরকার। পঞ্চায়েত নির্বাচন মিটলেই ১০ হাজার চাকরির কথা বলা হয়েছিল। ত্রিপুরা পুলিশ থেকে জুনিয়র রিক্রুটমেন্ট বোর্ড থেকে স্পেশ্যাল এক্সিকিউটিভ সহ নানা ক্ষেত্রে চাকরির কথা রয়েছে। এখন দেখার খাতায়-কলমে তা কতটা বাস্তবায়িত হয়। 

Next Article