একাত্তরে পা দেবেন মোদী, ৭১টি স্থানে গঙ্গাকে শুদ্ধ করবে বিজেপি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 04, 2021 | 6:19 PM

২০ দিন ধরে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীকে পাঠানো হবে পাঁচ কোটি পোস্ট কার্ড।

একাত্তরে পা দেবেন মোদী, ৭১টি স্থানে গঙ্গাকে শুদ্ধ করবে বিজেপি
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: আগামী বছরেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। জমি ধরে রাখতে প্রচারের কর্মসূচি ইতিমধ্যেই স্থির করে ফেলেছে গেরুয়া শিবির। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচির পরিকল্পনা করেছে বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন। ৭১ বছরে পা দেবেন তিনি। তাই প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে সে রাজ্যের ৭১টি স্থানে গঙ্গাকে শুদ্ধ করার উদ্যোগ নিয়েছে বিজেপি। এ ছাড়া ওই দিন থেকে শুরু করে ২০ দিন ধরে সব রাজ্যে চলবে বিজেপির বিশেষ কর্মসূচি। ২০ বছর ধরে জনসেবা করছেন মোদী। তাঁর সেই কাজকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই সংক্রান্ত নির্দেশাবলী পাঠিয়ে দিয়েছেন প্রত্যেক রাজ্যের বিজেপি কর্মীদের। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও।

দলের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, রক্তদান শিবির সহ একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০ দিন ধরে চলবে সেই উদযাপন। সব রাজ্য থেকে মোট পাঁচকোটি পোস্ট কার্ড পাঠানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জন্মদিনের শুভেচ্ছা জানানো হবে সেই কার্ডে। এই বিশেষ উদ্যোগের নামকরণ করা হয়েছে ‘সেবা সম্পারণ অভিযান।’ পাশাপাশি, দেশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে বিশেষ হোর্ডিং লাগানো হবে। সেটাও এই উদ্যোগের অংশ। করোনা পরিস্থিতিতে যে ভাবে দরিদ্র জন সাধারণকে বিনামূল্যে খাদ্য দেওয়া হয়েছে ও বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তার জন্যই এই ধন্যবাদ জ্ঞাপন।

এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পূর্ণ জীবন নিয়ে হবে বিশেষ প্রদর্শনী। নমো অ্যাপের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান ভার্চুয়ালি দেখতে পাবেন প্রত্যেকে। শুধু তাই নয়, জায়গায় জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করবে বিজেপি। আর অবশ্যই উত্তর প্রদেশের দিকে থাকবে বিশেষ নজর। সে রাজ্যে ৭১টি জায়গায় গঙ্গাকে শুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জীবন ও তাঁর প্রাপ্তি নিয়ে আলোচনা করতে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। বিভিন্ন ভাষায় প্রকাশিত হবে আর্টিকল, যাতে থাকবে মোদীর জীবনের বিভিন্ন পর্যায়ের কথা।

দলীয় কর্মীদের বলা হয়েছে, যাতে জেলায় জেলায় ‘প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনা’র প্রচার চালানো হবে। বিতরণ করা হবে খাবার। আরও জানানো হয়েছে যে, জন্মদিনে প্রধানমন্ত্রী যে সব উপহার পাবেন, তা নিলামে তোলা হবে। সরকারি ওয়েবসাইট pmmemontos.gov.in- এ নিলামে তোলা হবে সেগুলি। এই সব অনুষ্ঠান দায়িত্ব সহকারে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গী, ডি পুরান্দেশ্বরী, বিনোদ সোনকর ও রাষ্ট্রীয় কিষাণ মোর্চার প্রেসিডেন্ট রাজকুমার চাহারকে। তবে সব অনুষ্ঠানে যাতে কোভিড বিধির কথা মাথায় রাখা হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে। আরও পড়ুন: আফগানিস্তান থেকে মার্কিন সেনাকে তাড়িয়ে বেশ করেছে! তালিবানে মুগ্ধ কংগ্রেস বিধায়ক

Next Article