পুরী: জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতে দেখা গেল বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রকে। প্রায় ১০ মিটার জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটেছেন তিনি। ঝামু যাত্রা উৎসবের রীতি পালন করতে মঙ্গলবার এই কাজ করেছেন এই বিজেপি নেতা। ওড়িশার পুরী জেলায় ঝামু যাত্রায় যোগ দিয়ে কয়লার উপর দিয়ে হাঁটলেন সম্বিত। কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়ার ভিডিয়ো নিজের টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন, “পুরী জেলার সমাঙ্গ পঞ্চায়েতের রেবতী রমণ গ্রামে পুজোয় অংশ নিয়েছিলাম। আগুনের উপর দিয়ে হেঁটে মায়ের আশীর্বাদ চাইলাম। গ্রামবাসীদের সমৃদ্ধি কামনা করলাম।” সেই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী দুলনের আরাধনা করেছেন বিজেপি নেতা।
জ্বলন্ত কয়লা উপর দিয়ে হেঁটে যাওয়ার ভিডিয়ো পোস্ট করেছেন সম্বিত পাত্র। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাটির মধ্যে সরু করে খালের মতো কাটা। তার মধ্যে রয়েছে জ্বলন্ত কলয়া। ১০ ফুট মতো লম্বা সেই খালের চারিদিকে লোকের ভিড়। খালের মধ্যে নামলেন সম্বিত পাত্র। সাদা পাজামা, পাঞ্জাবি পরেছিলেন তিনি। তার গলায় ছিল মালা। জ্বলন্ত কলয়ার মধ্যে নেমে হাত জোড় করে ছুটতে শুরু করলেন তিনি। জ্বলন্ত কলয়ার মধ্যে দিয়ে ছুটে উপরে উঠলেন। তখন কয়েক জন জড়িয়ে ধরলেন তাঁকে। মালাও পরিয়ে দেওয়া হল। ঝামু যাত্রী উৎসবের মাধ্যমে নিজের ধৈর্যের পরীক্ষা দেবী দুলনের উদ্দেশে এ ভাবেই নিবেদন করেন ভক্তরা। মঙ্গলবার তা করলেন সম্বিত পাত্র।
शक्ति पूजा हमारी सनातन संस्कृति एवं परंपरा का अहम हिस्सा है, पुरी जिले के समंग पंचायत के रेबती रमण गांव में आयोजित यह दण्ड और झामू यात्रा इसी प्राचीन परंपरा का प्रतीक है।
इस तीर्थयात्रा में अग्नि पर चलकर मां की पूजा-अर्चना एवं आशीर्वाद प्राप्त कर, खुद को धन्य अनुभव कर रहा हूँ।… pic.twitter.com/oTciqW61Gj
— Sambit Patra (@sambitswaraj) April 11, 2023
পুরীর সঙ্গে সম্বিত পাত্রের যোগ রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পুরী কেন্দ্রে থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন সম্বিত। যদিও বিজু জনতা দলের পিনাকি মিশ্রের কাছে ১০ হাজার ভোটে হেরে যান তিনি।