Google: গুগলের অফিসে বোমাতঙ্ক, বহুতল খালি করে তল্লাশি পুলিশের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 13, 2023 | 2:25 PM

পুনের মুন্ধারা এলাকায় একটি বহুতলের ১১ তলে গুগলের অফিস রয়েছে। সেই অফিসেই ফোন করে বোম রয়েছে বলে আতঙ্ক ছড়ায় এক ব্যক্তি।

Google: গুগলের অফিসে বোমাতঙ্ক, বহুতল খালি করে তল্লাশি পুলিশের
পুনের গুগল অফিসে বোমাতঙ্ক।

Follow Us

পুনে: বোমাতঙ্ক এবার গুগলের অফিসে। মহারাষ্ট্রের পুনেতে গুগলের অফিসের ভিতরেই বোমা রয়েছে। একেবারে ওই অফিসে ফোন করে আতঙ্ক ছড়ায় এক ব্যক্তি। সপ্তাহের প্রথম দিন, সোমবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো হুলস্থূল পড়ে যায় অফিস চত্বরে। গোটা অফিস চত্বরে সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ ও বোম্ব ডিসপোজাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।

পুলিশ জানায়, পুনের মুন্ধারা এলাকায় একটি বহুতলের ১১ তলে গুগলের অফিস রয়েছে। সেই অফিসেই ফোন করে বোম রয়েছে বলে আতঙ্ক ছড়ায় এক ব্যক্তি। তবে ওই ব্যক্তিকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার (জোন ৫) বিক্রান্ত দেশমুখ। তিনি জানান, ফোন নম্বর ট্রেস করে হায়দরাবাদে ওই ব্যক্তির হদিশ পাওয়া গিয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। মদ্যপ অবস্থাতেই ওই ব্যক্তি রবিবার রাতে গুগলের পুনের অফিসে ফোন করে বোমাতঙ্ক ছড়ায় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

এদিকে, পুনের মুন্ধারা এলাকায় ওই বহুতলের ১১ তলে গুগলের অফিসে আদৌ বোমা রয়েছে না কি ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় কেবল ভয় দেখানোর জন্য ফোন করে বোমার হুমকি দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সোমবার সকালে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুনের পুলিশ বাহিনী। ঝুঁকি এড়াতে বোম্ব ডিসপোজাল বাহিনীও ঘটনাস্থলে পৌঁছেছে এবং গুগলের ১১ তলের অফিস সহ গোটা বহুতল ফাঁকা করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত, অফিসের ভিতর কোনও বোমা মেলেনি।

প্রসঙ্গত, সম্প্রতি মুম্বইয়ের যুগ্ম পুলিশ কমিশনারকেও ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। দিন কয়েক আগেই এই ঘটনা ঘটেছে। যদিও তাঁর অফিস থেকেও কোনও বিস্ফোরক মেলেনি। তবে এই দুটি ঘটনার সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Next Article