Bomb Therats: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ৬ দিন পরই রাম জানকী মন্দিরে বোমাতঙ্ক

Sukla Bhattacharjee |

Jan 28, 2024 | 5:53 PM

Bomb Therats at Ram Janki Temple: রাম জানকী মন্দিরের ভিতর বোমা রয়েছে বলে মন্দিরের ট্রাস্টি তথা বিজেপি নেতা রোহিত সাহুকে এদিন হুমকি চিঠি দেওয়া হয়। এছাড়া মন্দিরের দেওয়ালে, মেঝেতে হুমকি-পোস্টার সাঁটানো রয়েছে। মন্দির চত্বরে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়।

Bomb Therats: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ৬ দিন পরই রাম জানকী মন্দিরে বোমাতঙ্ক
রাম জানকী মন্দিরে বোমাতঙ্ক।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

কানপুর: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মাত্র ৬ দিন পেরিয়েছে। এর মধ্যে বোমাতঙ্ক রাম জানকী মন্দিরে (Ram Janki Mandir)। কানপুরের রাম জানকী মন্দিরে বোমা রয়েছে (Bomb threats) বলে রবিবার সকালে হুমকি আসে। একেবারে মন্দির চত্বরের দেওয়ালে পোস্টার সাঁটিয়ে হুমকি দেওয়া হয়। এছাড়া মন্দিরের ট্রাস্টি তথা বিজেপি নেতা রোহিত সাহুকেও হুমকি চিঠি দেওয়া হয়। সাতসকালে মন্দির চত্বরে এই ধরনের পোস্টার দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মন্দিরের কর্মী থেকে ভক্তদের মধ্যে। তড়িঘড়ি বোমার খোঁজে নামে পুলিশবাহিনী। যদিও কিছু পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে খবর, রাম জানকী মন্দিরের ভিতর বোমা রয়েছে বলে মন্দিরের ট্রাস্টি তথা বিজেপি নেতা রোহিত সাহুকে এদিন হুমকি চিঠি দেওয়া হয়। রোহিত সাহুর ভাই রাহুল সাহু বলেন, “হুমকি চিঠির খবর পেয়েই আমি সকালে রাম জানকী মন্দিরে ছুটে আসি এবং দেখি মন্দিরের দেওয়ালে, মেঝেতে পোস্টার সাঁটানো রয়েছে। মন্দির চত্বরে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়। আমি ভয় পেয়ে যাই এবং দুর্ঘটনা এড়াতে মন্দিরের গেট বন্ধ করে দিই। তারপর অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মন্দির চত্বর ও বাইরে ব্যারিকেড দিয়ে তল্লাশি শুরু করে।”

যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত রাম জানকী মন্দির চত্বরে বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু মেলেনি। তবে গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মন্দিরের ট্রাস্টি, কর্মী থেকে ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাহুল সাহু। যদিও কে বা কারা এই বোমাতঙ্ক ছড়িয়েছে এবং মন্দির চত্বরে পোস্টার সাঁটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article