রুদ্রপ্রয়াগ: প্রকৃতির রোষানলের মুখে দেবভূমি। লাগাতার ভারী বৃষ্টির জেরে ভাসছে উত্তরাখণ্ড (Uttarakhand)। জোশীমঠের পর এবার বৃষ্টিতে বিপত্তি রুদ্রপ্রয়াগেও (Rudraprayag)। মঙ্গলবার রুদ্রপ্রয়াগের বানতোলিতে ভেঙে পড়ল একটি ব্রিজ (Bridge Collapsed)। সেতু ভেঙে পড়ার কারণে হতাহতের কোনও খবর না মিললেও, এর জেরে বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা আটকে পড়েছেন বলেই জানা গিয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টির জেরে রুদ্রপ্রয়াগের বানতোলি ব্রিজ ভেঙে পড়ে। মধু গঙ্গা নদীর উপরে তৈরি ওই সেতু দিয়েই মন্দিরে যেতে হয়। সেতু ভেঙে পড়ার জেরে বহু পর্যটক মন্দিরে আটকে পড়েন। যারা কেদারনাথে যাচ্ছিলেন, তারাও আটকে পড়েন। কমপক্ষে ২০০ জন পর্যটক বর্তমানে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। অনেকের অভিযোগ, তারা বিগত দুই দিন ধরে আটকে রয়েছেন। এখনও অবধি কাউকে উদ্ধার করা হয়নি।
VIDEO | Officials carry out rescue operations to save people stranded due to bridge collapse in Rudraprayag, Uttarakhand. pic.twitter.com/160invgYWw
— Press Trust of India (@PTI_News) August 15, 2023
অন্যদিকে, প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেতু ভেঙে পড়ার খবর পাওয়ার পরই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। কিন্তু লাগাতার বৃষ্টির জেরে উদ্ধারকাজে সময় লাগছে। সেতুটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় দড়ির সাহায্যে ত্রাণ সামগ্রী পাঠানোর চেষ্টা করা হচ্ছে।
লাগাতার বৃষ্টি ও ধসের কারণে উত্তরাখণ্ডে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়ে গিয়েছেন অনেকে। ধসের কারণে একাধিক জাতীয় সড়ক, ছোট-বড় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। মঙ্গলবারই কেদারনাথ ট্রেক রুটে, রুদ্রপ্রয়াগ জেলার লিনচোলিতে ধস নামে। ওই ধসে কমপক্ষে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। নেপাল থেকে আগত এক তীর্থযাত্রীর মৃত্যু হয়। নিখোঁজ হয়ে যান আরেকজন। এরপরই দুইদিনের জন্য চারধাম যাত্রা বন্ধ রাখার ঘোষণা করা হয়।