Independence Day: ১০ কোটি মহিলা পাবেন কৃষি-ড্রোন, স্বাধীনতা দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 16, 2023 | 9:27 AM

Agri-drones for women: প্রধানমন্ত্রী মোদী আরও জানান, দেশের দুই কোটি মহিলা 'লাখপতি' হয়ে উঠবেন, এটাই তাঁর স্বপ্ন। একই সঙ্গে সরকার কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং এগ্রিটেককে উন্নত করার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করছে।

Independence Day: ১০ কোটি মহিলা পাবেন কৃষি-ড্রোন, স্বাধীনতা দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
প্রতীকী ছবি, তবে খুব বেশি দূরে নেই এই দিন
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: শুধু উন্নয়ন নয়, মহিলাদের নেতৃত্বে উন্নয়নের দিকেই মনোনিবেশ করেছে ভারত। মঙ্গলবার (১৫ অগস্ট) ৭৭তম স্বাধীনতা দিবসে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান চালনা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় মহিলাদের সাফল্যের কাহিনি তুলে ধরেন তিনি। আর এই প্রসঙ্গেই তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার শিগগিরই হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠীকে কৃষি-ড্রোন সরবরাহ করার এক প্রকল্প চালু করবে। দেশের মহিলাদের ড্রোন ওড়ানোর পাশাপাশি, এগুলি মেরামতেরও প্রশিক্ষণ দেওয়া হবে।

গ্রামীণ ভারতে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির গুরুত্বও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী আরও জানান, দেশের দুই কোটি মহিলা ‘লাখপতি’ হয়ে উঠবেন, এটাই তাঁর স্বপ্ন। একই সঙ্গে সরকার কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং এগ্রিটেককে উন্নত করার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করছে। মোদী বলেন, “আমরা স্বনির্ভর গোষ্ঠীতে মহিলাদের ড্রোন ওড়ানোর এবং ড্রোন মেরামত করার প্রশিক্ষণ দেব। ভারত সরকার হাজার হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন সরবরাহ করবে।”

প্রাথমিকভাবে, এই প্রকল্পে ১৫,০০০ মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন দেওয়া হবে। পরে, এই প্রকল্পের পরিসর আরও বাড়ানো হবে। দেশের প্রায় ১০ কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী বলেছেন, “মহিলাদের নেতৃত্বে উন্নয়নই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আজ আমরা গর্ব করে বলতে পারি, অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ভারতেই সর্বাধিক মহিলা পাইলট আছেন। মহিলা বিজ্ঞানীরা চন্দ্রযান মিশনে নেতৃত্ব দিচ্ছেন। জি২০ দেশগুলিও ভারতে মহিলাদের নেতৃত্বে উন্নয়নের গুরুত্ব স্বীকার করছে।”

তাঁর বক্তৃতায়, প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম-কিষাণ প্রকল্পের আওতায় দেশের কৃষকদের অ্যাকাউন্টে ২.৫ লক্ষ কোটি টাকার বেশি জমা করা হয়েছে। এই প্রকল্পের কৃষকদের প্রতি বছরে তিন ধাপে ৬,০০০ টাকা করে দেয় সরকার। তিনি আরও বলেন, কৃষকদের ক্ষমতায়নের জন্য সরকার সারে ১০ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের ভর্তুকি প্রদান করেছে।

Next Article