নয়া দিল্লি: বকেয়া কর না মেটানোয় ভারত সরকারের ২০টি সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্রিটেনের তেল উৎপাদক সংস্থা কেয়ার্ন এনার্জি (Cairn Energy)। সূত্র অনুযায়ী, দীর্ঘদিন ধরে বকেয়া কর না মেটানোয় ফ্রান্সের আদালতের কাছে সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানায় ওই সংস্থা। অনুমতি মিলতেই প্যারিসে ২০টি সম্পত্তি অধিগ্রহণ করে কেয়ার্ন সংস্থা।
গত বছরের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল(international arbitration tribunal)-র তিন সদস্য়ের বেঞ্চ ভারত সরকারকে সুদ সহ মোট ১৭২, ৫ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ৬০০ কোটি টাকা, তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু ভারত সরকার সেই নির্দেশ মানতে অস্বীকার করায় কেয়ার্ন এনার্জি নামক ওই ব্রিটিশ সংস্থা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ড, কানাডা সহ একাধিক দেশে মামলা করে।
গত ১১ জুন ফ্রেঞ্চ কোর্ট কেয়ার্নের সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদনে সম্মতি জানায়। এরপর আইনি প্রক্রিয়া শেষ হতেই মোট ২০টি সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই সংস্থা। জানা গিয়েছে, প্যারিসে ভারতীয় সম্পত্তির অধিকাংশই ফ্ল্যাট, যার আনুমানিক মূল্য ২ কোটি ইউরোরও বেশি। বর্তমানে যে ভারতীয়রা ওই সম্পত্তিতে বসবাস করছেন, তাদের উচ্ছে না করা হলেও ভারত সরকার এই সম্পত্তি বিক্রি করতে পারবে না।
গত মাসেই কেয়ার্ন সংস্থা নিউইয়র্ক আদালতে জমা দেওয়া আবেদনপত্রে জানায়, এয়ার ইন্ডিয়া ভারত সরকার দ্বারাই পরিচালিত। সুতরাং তাদেরও ঋণ-খেলাপি মামলার অধীনে আনা হোক।
ফ্রান্স সরকারের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি না দেওয়া হলেও কেয়ার্ন সংস্থা জানায়, তারা ভারত সরকারের সঙ্গে গোটা বিষয়টি নিষ্পত্তি করতে চায়। এরজন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি বিস্তারিত প্রস্তাবপত্রও দেওয়া হয়েছিল। কিন্তু ভারত সরকারের কাছ থেকে কোনও জবাব না মেলায় আইনি পদক্ষেপ নিতে হয়।
কেয়ার্ন সংস্থার মতো একইভাবে গত বছর ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের আদালতও কানাডার একটি সংস্থাকে নিউইয়র্ক ও প্যারিসে পাকিস্তানের আন্তর্জাতিক বিমানসংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: পুরনো টুইটে একের পর এক ‘ভুল’, ট্রোলের শিকার নয়া স্বাস্থ্যমন্ত্রী