BSF Jawan Death: বিএসএফ সেনার মেয়ের অশ্লীল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায়, প্রতিবাদ করায় খুন জওয়ান

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 26, 2022 | 8:10 PM

নাবালিকা মেয়ের সঙ্গে ১৫ বছরের বয়ফ্রেন্ড ও তার পরিবারের মারধরেই শনিবার রাতে ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

BSF Jawan Death: বিএসএফ সেনার মেয়ের অশ্লীল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায়, প্রতিবাদ করায় খুন জওয়ান
প্রতীকী ছবি

Follow Us

আহমেদাবাদ: বিএসএফ জওয়ানের নাবালিকা মেয়ের অশ্লীল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রতিবাদ করায় নৃশংসভাবে খুন হলেন ওই জওয়ান। মেয়ের নাবালক বয়ফ্রেন্ড ও তার পরিবারের মারধরের ঘটনাতেই ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাটের নাদিয়াদ জেলার চাকলাসি গ্রামে।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই জওয়ান গুজরাটের নাদিয়াদ জেলার চাকলাসি গ্রামের বাসিন্দা। তিনি সীমান্তরক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন। তাঁর নাবালিকা মেয়ের সঙ্গে ১৫ বছরের বয়ফ্রেন্ড ও তার পরিবারের মারধরেই শনিবার রাতে ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। জওয়ানের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

বিএসএফ-এর তরফে সোমবার জওয়ানের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। জানা গিয়েছে, ওই জওয়ানের কিশোরী মেয়ের স্থানীয় একটি স্কুলের ছাত্রী। তার সঙ্গে চাকলাসি গ্রামেরই এক কিশোরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি জওয়ানের মেয়ের একটি অশ্লীল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নাবালিকার কিশোর বয়ফ্রেন্ড-ই ভিডিয়োটি ভাইরাল করেছে বলে অভিযোগ। তারই প্রতিবাদ করায় নৃশংসভাবে মৃত্যু ওই জওয়ানের।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগপত্রে জানানো হয়েছে, শনিবার রাতে মেয়ের বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলেন ওই বিএসএফ জওয়ান। যদিও তিনি একা যাননি। তাঁর স্ত্রী, দুই ছেলে এবং ভাইপো গিয়েছিলেন। তাঁরা নাবালিকার অশ্লীল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদ জানান। যদিও নাবালকের পরিবার তাঁদের পাল্টা অপমাণ করে বলে অভিযোগ। এরপর ওই জওয়ান প্রতিবাদ জানালে নাবালকের পরিবারের সদস্যরা সকলে মিলে তাঁদের উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যৌথ হামলায় তাদের সঙ্গে পেরে উঠতে পারেননি ওই বিএসএফ জওয়ান। মৃত্যু হয় তাঁর। বেধড়ক মারধরের জেরেই তাঁর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে ওই কিশোর সহ তার পরিবারের কড়া শাস্তির দাবি জানিয়েছেন জওয়ানের পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Next Article