নয়া দিল্লি: ঐতিহাসিক ‘পেপারলেস’ বাজেট (Budget 2021) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দশকের প্রথম বাজেটে একাধিক সংস্কারের পথে হাঁটলেন অর্থমন্ত্রী। আয়করের স্ল্যাবে পরিবর্তন না আনলেও পরোক্ষ ভাবে রাজকোষে ঘাটতি মেটানো ও বাজারে টাকা আনা, দুই দিকেই নজর দিলেন নির্মলা। করোনার ফলে দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছিল। করোনা আবহে সরকারি কোষাগারে রাজস্ব ঘাটতি ছিল প্রায় ৭ লক্ষ কোটি টাকা। এমতাবস্থায় নির্মলার বাজেটে আম আদমির রোজনামচায় জিনিসে কী পরিবর্তন এল! কীসের দাম বাড়ল, আর কীসেরই বা দাম কমল? এক নজরে দেখে নেওয়া যাক তালিকা…
দাম বাড়ল: ক্রমাগত দাম বাড়ছে পেট্রোল, ডিজেলের। তার উপর সেস চাপালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যার ফলে ফের উর্ধ্বমুখী তরল সোনার দাম। লিটার প্রতি আড়াই টাকা কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস চাপানো হয়েছে পেট্রোলে। ডিজেলে বেড়েছে লিটার প্রতি ৪ টাকা দাম। তবে নির্মলা সীতারামন অবশ্য আশ্বাস দিয়েছেন সেস বসলেও দাম বাড়বে না তরল সোনার। একাধিক ক্ষেত্রে শুল্ক বাড়িয়েছে সরকার। যার জেরে দাম বেড়েছে বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জামের। যন্ত্রাংশে আমদানি শুল্ক বাড়ানোর ফলে দাম বেড়েছে মোবাইল ফোন, চার্জার, গ্রহরত্ন, অটো সরঞ্জামে। বাজেট ২০২১-এ ২০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে সোলার ইনভার্টারের উপর। সৌরশক্তি চালিত বাতির উপরেও বসেছে ১৫ শতাংশ শুল্ক। তুলোয় শুল্ক বেড়েছে ১০ শতাংশ। আপেল, মটর শুঁটি, কাবুলি ছোলা, মসুরের ডালেরও দাম বেড়েছে।
দাম কমল: দাম কমেছে লোহা, স্টিল, নাইলনের জামা, তামা, জুতো, ইনস্যুরেন্সের। সোনা ও রূপোয় শুল্ক আগে ছিল ১২.৫ শতাংশ, বর্তমানে যা কমে হয়েছে ৭.৫ শতাংশ। ফলে দাম কমেছে সোনা ও রূপোর।
আরও পড়ুন: Budget 2021: নতুন ফ্ল্যাট কিনলে কতটা ছাড় পাবেন আয়করে?
প্রসঙ্গত, এবারের বাজেটে ৭৪ শতাংশ পর্যন্ত বিমার বিদেশি বিনিয়োগে অনুমতি দিয়েছেন অর্থমন্ত্রী। যার ফলে বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই উর্ধ্বমুখী সেনসেক্স। জ়িরো বন্ড কুপন আর এফডিআইয়ের ঘোষণার জেরেই বেড়েছে বাজার, এমনটাই মত বিশেষজ্ঞদের। সরকার পরোক্ষভাবে বাজারে টাকা আনার পক্ষে জোর দিয়েছে, যার ফলে আয়কর স্ল্যাবে পরিবর্তন না এনে নতুন ফ্ল্যাট কেনায় দেড় লক্ষ টাকা আয়কর ছাড় দেওয়ার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।