Budget 2021: পৃথক কৃষি বাজেট দাবি করলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত

সুমন মহাপাত্র |

Feb 01, 2021 | 7:04 PM

কৃষক স্বার্থে এবং কৃষি সমস্যা নিরসনের জন্য চাই স্বতন্ত্র বাজেট।

Budget 2021: পৃথক কৃষি বাজেট দাবি করলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত
ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ তিকাইত। ছবি:ANI

Follow Us

নয়া দিল্লি: কৃষিক্ষেত্রের জন্য আলাদা বাজেট পেশ করুক কেন্দ্র। কৃষক স্বার্থে এবং কৃষি সমস্যা নিরসনের জন্য চাই স্বতন্ত্র বাজেট। সোমবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ সীমান্ত থেকে এমনই দাবি তুললেন বিকেইউ (BKU) নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait)।

কৃষক নেতা বলেন, গত দু’মাস ধরে কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকেরা। এই প্রেক্ষিতে সরকারের উচিত কৃষিক্ষেত্রের জন্য আলাদা একটি বাজেট পেশ করা। তিনি যোগ করেন, কৃষকদের এই কঠিন পরিস্থিতির মুখে কৃষি ঋণ মুকুব করা উচিত সরকারের। পাশাপাশি রাকেশ টিকায়েত এও বলেন, কৃষকদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ এবং মনরেগা (MNREGA) প্রকল্পের অধীনে হওয়া কৃষিকাজের জন্য আলাদা তহবিল গঠন করতে হবে কেন্দ্রকে। এতে গরিব কৃষক ও ঠিকা শ্রমিকরা সময়মতো তাঁদের পারিশ্রমিক পেতে পারবেন বলে দাবি করেন তিনি।

২ হেক্টর জমি থাকা কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পে বছরে ৬ হাজার টাকা সাহায্যদান নিয়েও খুশি নন টিকায়েত। তাঁর দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আরও বেশি টাকা দিতে হবে কৃষকদের। টিকায়েত জানান, শুধু ফসলের দাম বাড়লেই কৃষিক্ষেত্র ও কৃষকের সমস্যা মিটবে না। সেচের জন্য উপযুক্ত জল ও বিদ্যুতের সহজলভ্যতার জন্য সরকারকে আরও সচেষ্ট হতে হবে। তিনি প্রশ্ন তোলেন, কেন একই শস্য চাষ করতে পঞ্জাব, উত্তরপ্রদেশ ও বিহারের কৃষকদের জল ও বিদ্যুতের জন্য আলাদা আলাদা মূল্য দিতে হবে। এখানে সামঞ্জস্য আনুক সরকার। ফার্ম মেশিনারি ট্যাক্স তুলে নেওয়ার জন্যও কেন্দ্রের কাছে আবেদন করেন ভারতীয় কিসান ইউনিয়ন নেতা রাকেশ টিকায়েত।

আরও পড়ুন: Budget 2021: দেশকে স্বাবলম্বী করে তুলবে আজকের বাজেট: প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ১১ বার বৈঠকের পরও কৃষি আইন নিয়ে কোনও রফাসূত্র বের হয়নি। এরপরই প্রজাতন্ত্র দিবসের দিন আন্দোলনকারী চাষিরা ট্রাক্টর র‍্যালি বের করে এবং রাজধানীর বুকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। বেশ কয়েকজন আন্দোলনকারীদের আটক করা হয়। তারপর সাময়িকভাবে কৃষি আন্দোলনে ভাঙন দেখা গেলেও পরবর্তী সময় নরেশ টিকাইত- এর আবেগপ্রবণ বার্তার পর নতুন করে সক্রিয় হয় আন্দোলন। এই প্রেক্ষিতে সংসদে বাজেট পেশের দিন কেন্দ্রের কাছে আরও জোরাল দাবি তুললেন কৃষক নেতা।

Next Article