Bangla NewsIndia Budget Session 2023: Nirmala Sitharaman's Speech at Lok Sabha, discussion on Union Budget 2023 24
Nirmala Sitharaman Highlights: স্ক্রুটিনির পরই ছাড়া হবে মনরেগায় বাংলার প্রাপ্য ৫,৪৭৩ কোটি টাকা: নির্মলা সীতারামন
Nirmala Sitharaman Lok Sabha Speech: শুক্রবার কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ নিয়ে লোকসভায় বক্তব্য রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নয়া কর কাঠামো, ভারতীয় অর্থনীতির ভবিষ্যত, বাংলার প্রাপ্য অর্থ মুক্তি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক কী বললেন তিনি
লোকসভায় আলোচনারত অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ
Follow Us
শুক্রবার কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ নিয়ে লোকসভায় বক্তব্য রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নয়া কর কাঠামো, ভারতীয় অর্থনীতির ভবিষ্যত, বাংলার প্রাপ্য অর্থ মুক্তি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক কী বললেন তিনি –
কোনও রাজ্য যখনই চায় সেন্ট্রাল ফোর্সের সাহায্য দেয় কেন্দ্র। বাংলাকেও দেওয়া হয়েছে। সিআরপিএফ-এর ১৮৪১ কোটি টাকা কেন্দ্রকে মেটায়নি বাংলা।
গ্রাম সড়ক যোজনায় ১৭৩ কোটি টাকা আটকে রয়েছে। জিএসটি ক্ষতিপূরণে সেস হিসেবে ৮২৩ কোটি টাকা আটকে আছে। কারণ সরকার এজি সার্টিফিকেট পাঠায়নি।
বাংলায় মনরেগা এবং আবাস যোজনার টাকা নিয়ে অভিযোগ রয়েছে। আমরা এই বিষয়ে বারবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছি। ২০২২ নভেম্বর-ডিসেম্বরে সরকার জানিয়েছে মনরেগায় ৫,৪৭৩ কোটি টাকা প্রাপ্য বাকি আছে। স্ক্রুটিনির পর এই টাকা ছাড়া হবে। আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ উঠেছে। লোগো বদলে দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের তালিকা প্রস্তুতিতেও বেনিয়ম রয়েছে।
গত বছরের তুলনায় বিভিন্ন রাজ্যে কেন্দ্রের বরাদ্দ ১.৫৫ লক্ষ কোটি টাকা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে রাজ্যগুলির জন্য কেন্দ্রের বরাদ্দ ১৭.৯৮ লক্ষ কোটি টাকা।
সারে ভর্তুকি চলতি অর্থবর্ষে ২.২৫ লক্ষ কোটি টাকা করা হয়েছে। ভর্তুকি বাড়িয়ে সরকার বিশ্ব বাজারে সারের দাম বৃদ্ধি থেকে কৃষকদের রক্ষা করেছে
খাদ্য ভর্তুকি কাটা হয়েছে বলে বিরোধীদের অভিযোগ করছেন। অথচ, এই ক্ষেত্রে বরাদ্দ প্রায় দ্বিগুণ করে ১.৯৭ লক্ষ কোটি টাকা করা হয়েছে
বাজেটে আর্থিক সীমাবদ্ধতার মধ্যে ভারতের উন্নয়নের প্রয়োজনীয়তার ভারসাম্য বজায় রাখা হয়েছে।
নতুন কর কাঠামোয় নিঃশর্তে ছাড় বাড়ানো হয়েছে। নিম্ন আয়ের ব্যক্তিরা ব্যাপকভাবে উপকৃত হবেন। পারিবারিক কারণে ব্যয় করার মতো পর্যাপ্ত অর্থ থাকবে হাতে।
বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও, ভারতীয় অর্থনীতি এখনও বিশ্বের প্রধান অর্থনীতিগুলির মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। ২০২৩-২৪ সালেও তা অব্যাহত থাকবে।
চিনে কোভিডের পুনরুত্থানের ফলে আন্তর্জাতিক পণ্যের দাম বেড়েছে।