নয়া দিল্লি: লোকসভায় সৌগত রায়ের ব্যক্তিগত আক্রমণের জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সৌমিত্রর বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ টেনে লোকসভায় কার্যত ‘নজিরবিহীন’ভাবে তাঁকে আক্রমণ করেছিলেন সৌগত রায়। যার জন্য তাঁকে সতর্কও করেন স্পিকার ওম বিড়লা। শুক্রবার (১০ ফেব্রুয়ারি), লোকসভায় বক্তৃতা দিতে গিয়ে সৌমিত্র খাঁ সেই আক্রমণের জবাব দেন। তবে পাল্টা আক্রমণের রাস্তায় না দিয়ে কিছুটা নরম সুরেই জবাব দিয়েছেন তিনি। সৌমিত্র
বলেন, “উনি একজন বর্ষিয়ান সাংসদ। একজন অধ্যাপক। সম্মানীয় ব্যক্তি। তিনি যেভাবে আমায় ব্যক্তিগত আক্রমণ করেছেন, তা তাঁর থেকে আশা করা যায় না।”
এর আগে বহু ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণের জবাব, পাল্টা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমেই দিতে দেখা গিয়েছে বিষ্ণুপুরের সাংসদকে। তবে, একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় সাংসদদের আচরণ ও ভাষা সংযত করার বিষয়ে সতর্ক করেছেন। শুধু তাই নয়, মাণিক বর্মার কবিতার পংক্তি তুলে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, “কিচার উনকে পাস থা, মেরে পাস গুলাল। যো যিস কে পাস থা, উসনে দিয়া উছাল” (ওদের কাছে কাদা ছিল, আমার কাছে আবির। যার কাছে যা ছিল, তারা তা ছুড়ে দিল)।” প্রধানমন্ত্রীর এই সতর্কতার পর আর পাল্টা আক্রমণের রাস্তায় গেলেন না সৌমিত্র খাঁ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
বৃহস্পতিবার লোকসভায় কেন্দ্রীয় বাজেটের বিষয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় তাঁর মতামত প্রকাশের সময়, বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করেছিলেন সৌমিত্র খাঁ। সেই সময়ই স্পিকারের উদ্দেশে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘স্যার, ইসকা তালাক হো গ্যায়া হ্যায়। ইসকি বিবি ভাগ গই। ইসলিয়ে ইসকা দিমাগ খরাব হো গ্যায়া হ্যায়। ইসকা তার কাট গ্যায়া হ্যায়।’ (ওঁর (সৌমিত্র খান) ডিভোর্স হয়ে গিয়েছে। ওঁর স্ত্রী পালিয়ে গিয়েছে। তাই ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। ওর তার কেটে গিয়েছে।’) অধ্যক্ষ ওম বিড়লা সৌগত রায়কে সতর্ক করে জানান, একজন বর্ষীয়ান সাংসদের মুখে এই ধরনের কথা অশোভন।
সৌগত রায়ের ব্যক্তিগত আক্রমণের জবাব দেওয়ার পাশপাশি, সৌমিত্র খাঁ এদিন পশ্চিমবঙ্গের স্বার্থ জড়িয়ে আছে, এমন বেশ কিছু বিষয় লোকসভা কক্ষে তুলে ধরেন। দীর্ঘদিন ধরে বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পগুলি, বাংলার সরকার নাম বদলে নিজেদের নামে চালায়। কীভাবে বাংলায় এই কাজ চলে, সেই বিষয় সংসদে তুলে ধরেন সৌমিতর খাঁ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি, কাট মানির মতো চর্চিত বিষয় উঠে আসে সৌমিত্র খাঁ-এর বক্তৃতায়।