লখনউ: অযোধ্যা রাম মন্দির তৈরির কাজ চলছে জোরকদমে। সামনের বছর জানুয়ারি মাসেই বহু প্রতীক্ষিত এই রাম মন্দির ভক্তদের জন্য খুলে যেতে পারে। তার আগে লক্ষ্মণে মূর্তি স্থাপিত হল যোগীরাজ্যে। উত্তর প্রদেশের লখনউতে এই মূর্তির উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এহং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেই মূর্তি উদ্বোধন করেছেন। লখনউয়ের বিমানবন্দরের কাছেই তৈরি করা হয়েছে ১২ ফুট লম্বা লক্ষ্মণের মূর্তি। এই মূর্তি উদ্বোধনের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, তিনি লখনউ লোকসভা কেন্দ্রের সাংসদ। এই কেন্দ্রেরই সাংসদ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। এই কেন্দ্রের সাংসদ হতে পেরে বাজপেয়ীর স্বপ্ন পূরণ করতে চান বলে জানিয়েছেন তিনি।
লক্ষ্ণণের মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে এসে উত্তর প্রদেশের উন্নয়নের বিষয়টিও উঠে এসেছিল রাজনাথ সিংয়ের বক্তব্যে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হওয়ার জেরেই উত্তর প্রদেশের উন্নয়ন হচ্ছে বলে মনে করেন প্রতিরক্ষামন্ত্রী। এই বিষয়টি নিয়ে শুধু ভারতেই আলোচনা হচ্ছে তা নয়। বিদেশে বসবাসকারী ভারতীয়রাও বিষয়টি নিয়ে আলোচনা করেন বলে দাবি তাঁর। এখানে ব্যবসা করা আরও সহজ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
নিজের রাজ্যের প্রশংসা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের গলায়। তিনি বলেছেন, উত্তর প্রদেশের নতুন অধ্যায় সারা বিশ্ব দেখছে। শুক্রবার সেখানে শুরু হবে গ্লোবাল ইনভেস্টর সামিট- ২০২৩। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সেই সম্মেলনের উদ্বোধন করবেন। ‘নিউ উত্তর প্রদেশ অব নিউ ইন্ডিয়া’ বানাতে তিনি বন্ধপরিকর বলেও জানিয়েছেন আদিত্যনাথ।
লখনউয়ে লক্ষ্মণের মূর্তি উদ্বোধনের পাশাপাশি সেই শহরের নাম বদলের দাবিও করেছেন বিজেপির এক সাংসদ। উত্তর প্রদেশের প্রতাপগড়ের সাংসদের দাবি, ভগবান রাম লখনউ শহরটি তাঁর ভাই লক্ষ্মণকে দিয়েছিলেন। তাই এই লখনউয়ের নাম ‘লক্ষ্মণপুর’ বা ‘লখনপুর’ করা হোক। উত্তর প্রদেশের ডেপুটি মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক দাবি করেছেন, লখনউয়ের নাম অতীতে ছিল লক্ষ্মণ নগরী। তা ফিরিয়ে আনা হোক।