মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার যাবেন মুম্বইয়ে। সেখানে গিয়ে আরবিক অ্যাকাডেমি অব দ্য দাওয়ুদি বোহরা কমিউনিটি উদ্বোধন করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী বোহরা সম্প্রদায়ের প্রধান নেতা সৈয়দনা মুফাদ্দল সৈফুদ্দিনের সঙ্গেও দেখা করবেন। বোহরা সম্প্রদায়ের এক সিনিয়র নেতা এ কথা জানিয়েছেন। দাওয়ুদি বোহরা হল ইসলাম ধর্মাবলম্বী এক সম্প্রদায়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফ্রিকায় ছড়িয়ে রয়েছে এই সম্প্রদায়। এই সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই সখ্যতা রয়েছে নরেন্দ্র মোদীর। শুক্রবার মোদী আর্কাইভ নামের একটি টুইটার হ্যান্ডল থেকে সেই সখ্যতার ছবি তুলে ধরা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ১৮ বছর আগে নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করছেন ওই সম্প্রদায়ের লোকেরা। ২০২১ সালে বাংলাদেশ সফরে গিয়েও দাওয়ুদি বোহরা সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করেছিলেন।
Modi enjoys a special bond with the Dawoodi Bohras, especially Syedna Sahib.
The Bohra community is so warmly associated with Modi that they organised a surprise birthday party for him at the hotel where he stayed in 2005 when he visited Chennai for the BJP’s National Executive. pic.twitter.com/S2V2z7Avad
— Modi Archive (@modiarchive) February 10, 2023
মোদী আর্কাইভ নামের টুইটার হ্যান্ডল থেকে বোহরা সম্প্রদায়ের সঙ্গে মোদীর সময় কাটানো চারটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, বোহরা সম্প্রদায়ের নেতার সঙ্গে কথা বলছেন মোদী। হাসছেন। বোহরা সম্প্রদায়ের নেতাদের মোদীর জন্মদিন উদযাপন করতেও দেখা গিয়েছে ওই ছবিতে। সেই ছবি পোস্ট করে লেখা হয়েছে, “দাওয়ুদি বোহরাদের সঙ্গে মোদীর বিশেষ সম্পর্ক রয়েছে। বিশেষ করে সৈয়দনা সাহিবের সঙ্গে। বোহরা সম্প্রদায়ের সঙ্গে যুক্তরা মোদীর জন্মদিন পালন করছেন। বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ হিসাবে চেন্নাইয়ে ২০০৫ সালে গিয়েছিলেন মোদী। সে সময়ের ছবি এগুলি।”
Dawoodi Bohra community in Bangladesh welcomed PM Modi in Dhaka today
“PM Modi upon his arrival here met us. We requested him to enable the visit of Syedna sahib to Bangladesh,” said the Bangladesh representative of the spiritual head of Dawoodi Bohra community pic.twitter.com/lZ2UQUeziG
— ANI (@ANI) March 26, 2021
২০২১ সালে বাংলাদেশ সফরে গিয়েছিলেন মোদী। সেখানেও তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিরা।