Parliament: কুম্ভে কত মৃত্যু? সত্যি জানতে চেয়ে সংসদ মাথায় তুলল বিরোধীরা, ক্ষুব্ধ স্পিকার

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 03, 2025 | 12:06 PM

Maha Kumbh: এ দিন লোকসভার অধিবেশন শুরু হতেই তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ একাধিক বিরোধী দলের সাংসদরা সুর তোলে, 'কুম্ভ পে জবাব দো'।

Parliament: কুম্ভে কত মৃত্যু? সত্যি জানতে চেয়ে সংসদ মাথায় তুলল বিরোধীরা, ক্ষুব্ধ স্পিকার
সংসদের ভিতরের ছবি
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: হই-হট্টগোলের মধ্যে দিয়েই শুরু সপ্তাহ। উত্তাল হল বাজেট অধিবেশন। প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনার দাবিতে সরব হল বিরোধীরা।

এ দিন লোকসভার অধিবেশন শুরু হতেই তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ একাধিক বিরোধী দলের সাংসদরা সুর তোলে, ‘কুম্ভ পে জবাব দো’। সংসদের ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তারা। দাবি তোলেন, মৃতদের পরিচয় সহ তালিকা প্রকাশ করতে হবে। উত্তর প্রদেশ সরকার মৃতের সংখ্যা লুকোচ্ছে বলেও দাবি করেন তারা।

বিরোধীদের বারবার শান্ত হতে বললেও, তারা না শোনায় ক্ষুব্ধ হন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি বলেন, বিরোধীরা সংসদ অধিবেশন হতে দিচ্ছে না। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুও বিরোধী সাংসদদের শান্ত হতে অনুরোধ করেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে শনিবার যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করছিলেন, সেই সময়ও বিরোধীরা স্লোগান দেন, ওয়াক আউট করেন। অখিলেশ যাদব সহ সমাজবাদী পার্টির সাংসদরা বাজেট পেশের মাঝেই সংসদ ছেড়ে বেরিয়ে যান। অখিলেশ যাদব বলেন, “মহাকুম্ভে মানুষজন এখনও তাদের আত্মীয়-পরিজনদের খুঁজছেন। বহু মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন। বহু মানুষ নিখোঁজ। সরকার তথ্য প্রকাশ করতে ব্যর্থ। সরকারের এবার ঘুম ভাঙা দরকার।”

Next Article