Cattle Fair: ২২.৩ কেজি দুধ দিয়ে প্রথম স্থানে এই মোষ, পুরস্কার হিসাবে পেল ট্রাক্টর
হরিয়ানার হিসার জেলার আগরোহা ব্লকের চিল্কানবাস গ্রামে বাড়ি অমিত ধান্দা নামের এক ব্যক্তি। তিনিই ওই মোষের প্রতিপালক। তাঁর মোষের নাম কারাভান। তাকে নিয়েই অমিত যোগ দিয়েছিলেন পঞ্জাবের ধান্দুয়ার ওই গবাদি পশুর মেলায়। তিন ধরে হয়েছে সেই মেলা।
চণ্ডীগড়: পঞ্জাবের ধানুলাতে আয়োজন করা হয়েছিল গবাদি পশুদের মেলার। সেই মেলাতে অংশ নিয়েছিল বিভিন্ন এলাকার প্রাণী। ওই মেলাতেই রেকর্ড গড়ল হরিয়ানার একটি মোষ। সর্বোচ্চ পরিমাণ দুধ দিয়ে প্রথম স্থান অধিকারি করেছে ওই মোষ। এর জেরে ওই মোষের প্রতিপালক প্রথম পুরস্কার হিসাবে জিতেছেন একটি ট্রাক্টর।
হরিয়ানার হিসার জেলার আগরোহা ব্লকের চিল্কানবাস গ্রামে বাড়ি অমিত ধান্দা নামের এক ব্যক্তি। তিনিই ওই মোষের প্রতিপালক। তাঁর মোষের নাম কারাভান। তাকে নিয়েই অমিত যোগ দিয়েছিলেন পঞ্জাবের ধান্দুয়ার ওই গবাদি পশুর মেলায়। তিন ধরে হয়েছে সেই মেলা। সেখানেই কারভান ২২ কেজি ৩০০ গ্রাম দুধ দিয়ে প্রথম স্থান দখল করেছে। এর জেরে একটি ট্রাক্টর পুরস্কার হিসাবে পেয়েছেন অমিত।
এই খবর হিসারের ওই গ্রামে পৌঁছতেই খুশির হাওয়া নেমে এসেছে। অমিত কারাভানকে নিয়ে গ্রামে ফিরতেই তাঁকে স্বাগত জানিয়েছেন গ্রামের পঞ্চায়েত প্রধান। তাদের স্বাগত জানাতে গ্রামের কাছে রাস্তার টোলপ্লাজাতে পৌঁছে গিয়েছিলেন গ্রামবাসীরা। সেখান থেকেই রীতিমতো মালা পরিয়ে নিয়ে আসা হয় ওই মোষকে।