Robbery: ‘টাকা নেই তো তালা মেরেছেন কেন?’, সরকারি আধিকারিককে চিঠি লিখে গেল চোরবাবাজি!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 11, 2021 | 9:26 AM

Burglar's letter to Government Officer: ঘর থেকে আর কী কী খোয়া গিয়েছে, তা খুঁজতে গিয়েই তিনি টেবিলের উপর ওই চিঠিটি দেখতে পান। সেখানে হিন্দিতে লেখা, "কালেক্টর, যদি আপনার কাছে টাকা না থাকে, তবে এই তালা মারার কোনও প্রয়োজনই ছিল না।"

Robbery: টাকা নেই তো তালা মেরেছেন কেন?, সরকারি আধিকারিককে চিঠি লিখে গেল চোরবাবাজি!
প্রতীকী চিত্র।

Follow Us

ভোপাল: রাতের অন্ধকারে চুপিচুপি সরকারি আধিকারিকের বাড়িতে ঢুকেছিল চোর। চুরি সেরে যাওয়ার পথে লিখে গেলেন একটি চিঠিও। গোটা বাড়ি তল্লাশি চালিয়েও যে পরিমাণ টাকা পাবেন বলে আশা করেছিলেন, তা না পাওয়ায় বড় বড় হরফে লিখে গেলেন, “কালেক্টর, যখন টাকা পয়সাই নেই, তাহলে তালা মারার কোনও প্রয়োজনই ছিল না।”

অদ্ভুত এই চুরির ঘটনা ঘটেছে মধ্য প্রদেশে। ভোপাল থেকে আড়াই ঘণ্টা দূরে অবস্থিত দেবাসের সিভিল লাইন এলাকার ত্রিলোচন গৌড় নামক এক সরকারি আধিকারিকের বাড়িতে ঢোকে চোর। তিনি খাতেগাঁও তহশিলের কালেক্টর পদে রয়েছেন তিনি। জানা গিয়েছে, বিগত ১৫-২০ দিন ধরেই তিনি বাড়িতে ছিলেন না। দু’দিন আগেই বাড়ি ফিরে দেখতে পান গোটা ঘর তছনছ করা। আলমারি থেকে ৩০ হাজার টাকা ও কিছু রুপোর গয়না উধাও।

ঘর থেকে আর কী কী খোয়া গিয়েছে, তা খুঁজতে গিয়েই তিনি টেবিলের উপর ওই চিঠিটি দেখতে পান। সেখানে হিন্দিতে লেখা, “কালেক্টর, যদি আপনার কাছে টাকা না থাকে, তবে এই তালা মারার কোনও প্রয়োজনই ছিল না।” এই চিঠি দেখে তিনি হাসবেন না কাঁদবেন, তাই ঠিক করতে পারছিলেন না। পরে পুলিশে খবর দেন তিনি।

এদিকে, নেতা-মন্ত্রীদের বাংলো ও সাব ডিভিশনাল ম্য়াজিস্ট্রেট প্রতার সোনির বাড়ির মাঝেই ওই আধিকারিকের বাড়ি হওয়ায় গোটা চুরির ঘটনায় লজ্জায় পড়েছেন পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, কালেক্টরের বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরত্বেই অবস্থিত পুলিশ সুপারের বাড়িও। সেখানে সর্বদা পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই চুরি হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

তদন্তকারী ইন্সপেক্টর উমরাও সিং জানান, ত্রিলোচন গৌড় নামক ওই আধিকারিকের বাড়ি থেকে নগদ ৩০ হাজার টাকা ও কিছু গয়নাগাটি চুরি হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বাড়ি না থাকায় চুরি কবে হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না, তবে গোটা বিষয়ের তদন্ত চলছে।

আরও পড়ুন: Punjab Power Crisis: ‘সংস্থার ভুলের শাস্তি কেন পাবে সাধারণ মানুষ?’, বিদ্যুৎ উৎপাদক সংস্থার উপরই ক্ষোভ উগরে দিলেন সিধু

Next Article