আহমেদাবাদ: বাসে চলছিল হই-হুল্লোড়। চলন্ত বাসেই চলছিল নাচা-গানা। রাস্তার মোড় ঘুরতে গিয়েই হঠাৎ বিপদ। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল বাস। দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের ডাং জেলায়। শনিবার পিকনিকে যাওয়ার পথেই একটি বাস খাদে পড়ে যায়। ওই বাসে মোট ৫০ জন যাত্রী ছিলেন, সকলেই মহিলা। ঘটনাস্থলেই দুই মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন বাকিরা। এদের মধ্যে আটজনের অবস্থা সঙ্কটজনক। তাদের সুরাটের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি সুরাট থেকে সাপুতারা পাহাড়ের উদ্দেশে যাচ্ছিল। শনিবার রাতে ডাং জেলার মালেগাম ঘাটের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পিছনে থাকা গাড়িগুলি চাক্ষুষ বাসটিকে খাদে পড়ে যেতে দেখেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দেয়। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া ওই রাস্তার আশেপাশে কোনও জনবসতি না থাকায়, উদ্ধারকাজেও দেরী হয়। পরে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু ভারী বৃষ্টির জেরে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। শেষ অবধি কয়েক ঘণ্টার চেষ্টায় বাসটিকে উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, সুরাটের একটি গারবা ক্লাসের ছাত্রীরা পিকনিকে যাচ্ছিল। মোট ৫টি বাস যাচ্ছিল। মূলত মহিলা ও শিশুরাই ছিল বাসগুলিতে। মালেগাঁও ঘাটে যাওয়ার কথা ছিল তাদের। যাওয়ার পথেই হঠাৎ এই বিপত্তি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মালেগাঁও এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাওয়ার পথে আচমকাই ব্রেক ফেল হয় মাঝের একটি বাসের। চালক নিয়ন্ত্রণ সামলানোর চেষ্টা করলেও, বাসটি খাদে পড়ে যায়।
স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্যোগেই উদ্ধারকাজ শুরু করা হয়। ঘটনাস্থলেই দুই মহিলার মৃত্যু হয়। আহতদের মধ্যে ২১ জনকে শামগহনের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ১৫ জনকে আহওয়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৮ জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাদের সুরাটে স্থানান্তরিত করা হয়েছে। বাসের চালকের অবস্থাও সঙ্কটজনক বলে জানানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আশেপাশের হাসপাতাল ও স্বাস্থ্য দফতর থেকেও চিকিৎসকের দল পাঠানো হয়েছে।