Election: আজ বাংলা-সহ ৭ কেন্দ্রের উপ-নির্বাচন, প্রথম পরীক্ষায় কি উত্তীর্ণ হবে ‘ইন্ডিয়া’ জোট?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 05, 2023 | 10:02 AM

INDIA: মঙ্গলবার পশ্চিমবঙ্গ-সহ ৬ রাজ্যের ৭ কেন্দ্রে বিধানসভা উপ-নির্বাচন (By-election)। এই উপ-নির্বাচন আপাতদৃষ্টিতে খুবই সাধারণ হলেও ইন্ডিয়া জোটের কাছে প্রথম পরীক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Election: আজ বাংলা-সহ ৭ কেন্দ্রের উপ-নির্বাচন, প্রথম পরীক্ষায় কি উত্তীর্ণ হবে ইন্ডিয়া জোট?
অবিজেপি দলের জোট ইন্ডিয়া-র সদস্যরা একমঞ্চে। ফাইল ছবি।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের এখনও খানিক দেরি রয়েছে। তেলঙ্গানা, রাজস্থান-সহ ৫ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনেরও এখনও দিনক্ষণ ঘোষিত হয়নি। তার আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গ-সহ ৬ রাজ্যের ৭ কেন্দ্রে বিধানসভা উপ-নির্বাচন (By-election)। এই উপ-নির্বাচন আপাতদৃষ্টিতে খুবই সাধারণ হলেও ইন্ডিয়া জোটের কাছে প্রথম পরীক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। স্বাভাবিকভাবেই এই ৭ কেন্দ্র জিততে মরিয়া ‘ইন্ডিয়া’ (INDIA) জোট।

এদিন পশ্চিমবঙ্গের ধূপগুড়ি-সহ উত্তরপ্রদেশের ঘোসি, উত্তরাখণ্ডের বাগেশ্বর, কেরলের পুথুপল্লি, ঝাড়খণ্ডের দুমরি এবং ত্রিপুরার ধানপুর ও বক্সানগরে ভোট রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি, ঝাড়খণ্ডের দুমরি, কেরলের পুথুপল্লি, ত্রিপুরার ধানপুর ও উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রের বিধায়কের মৃত্যু হয়েছে। বাকি ২ কেন্দ্রের বিধায়ক ইস্তফা দিয়েছেন। এর মধ্যে আবার দুমরি ও পুথুপল্লি এলাকার বিধায়ক ছিলেন অবিজেপি দলের নেতা। স্বাভাবিকভাবেই এই নির্বাচন ‘ইন্ডিয়া’ জোটের কাছে শক্তি প্রদর্শনের লড়াই হতে চলেছে।

ঝাড়খণ্ডের দুমরি কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যের শাসকদলের নেতা জগরনাথ মাথো। বিধায়কের মৃত্যু হওয়ায় এবার ওই কেন্দ্রে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে দাঁড়িয়েছেন তাঁর স্ত্রী বেবী দেবী। অন্যদিকে, গতবারের পরাজিত প্রার্থী যশোদাদেবী এবারের এনডিএ প্রার্থী। আবার কেরলের পুথুপল্লির বিধায়ক ছিলেন কংগ্রেস নেতা তথা দু-বারের মুখ্যমন্ত্রী উম্মেন চণ্ডী। এবার তাঁর ছেলে কুনজুননু এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন। ফলে এই দুটি কেন্দ্রে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই কেন্দ্রে আবার জোটের বাইরে গিয়ে প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি। এবারেই প্রথমবার পথুপল্লি কেন্দ্রে প্রার্থী দিল আপ।

অন্যদিকে, ত্রিপুরার দুটি কেন্দ্রেই বিজেপি এগিয়ে রয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। যদিও সিপিআইএম-এর দাবি, ত্রিপুরার অন্যতম দল, ত্রিপরা মোখা তাদের সমর্থন করছে। ফলে জয় তাদেরই আলবে। আবার উত্তরাখণ্ডে আবেগকে কাজে লাগিয়ে বিধায়ক চন্দন দাসের মৃত্যুর পর তাঁর জায়গায় বিজেপি দাঁড় করিয়েছে বিধায়কের স্ত্রীকে। যদিও বিপরীতে এসপি প্রার্থী ভগবতী দাসকে সমর্থন জানিয়েছে সমগ্র ইন্ডিয়া জোট। ফলে এই কেন্দ্রের ভোট ইন্ডিয়া জোটের কাছে একটি পরীক্ষা। উত্তরপ্রদেশের ঘোসি কেন্দ্রে তো বিজেপি এগিয়ে রয়েছে বলেই মনে করছেন রাজনীতিকর কারবারিরা। কেননা এই কেন্দ্রের বিধায়ক দারা সিং চৌহান এসপি ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। এবার তিনিই এনডিএ প্রার্থী। যদিও দলিত আবেগকে কাজে লাগিয়ে এসপি প্রার্থীতে সমর্থন জানিয়েছে ইন্ডিয়া জোট।

পশ্চিমবঙ্গের ধূপগুড়ি কেন্দ্রেও বিধায়ক ছিলেন বিজেপি নেতা বিষ্ণুপদ রায়। এবার কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল ও সিপিআইএম পৃথক প্রার্থী দিয়েছেন। ফলে এই কেন্দ্রে ভোট কাটাকুটি হলেও আবেগকে সুড়সুড়ি দিয়ে বিজেপি এগিয়ে রয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। সবমিলিয়ে, ৫ রাজ্যের বিধানসভা ও লোকসভা ভোটের আগে এদিনের উপ-নির্বাচন বিরোধী জোটের কাছে বড় পরীক্ষা হতে চলেছে। আগামী ৮ সেপ্টেম্বর ৭টি কেন্দ্রেরই ফল প্রকাশিত হবে।

Next Article