Canada PM: দিল্লিতে আরও এক রাত কাটাবেন জাস্টিন ট্রুডো, কানাডায় ভারত-বিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ মোদীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 10, 2023 | 10:44 PM

PM Modi-PM Trudeau: বর্তমানে কানাডায় ভারত-বিরোধী খলিস্তানি-পন্থীর কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এদিন সামিট শেষ হওয়ার প্রাক্কালে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

Canada PM: দিল্লিতে আরও এক রাত কাটাবেন জাস্টিন ট্রুডো, কানাডায় ভারত-বিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ মোদীর
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: দু-দিনের জি-২০ সামিট (G-20 Summit) শেষে রবিবার বিকালেই রাজধানী ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। কিন্তু, মাঝপথে আটকে গেলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিমানে গোলযোগের কারণেই তিনি কানাডার উদ্দেশে উড়ে যেতে পারলেন না। ফলে আরও একটি রাত নয়া দিল্লিতেই কাটাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী (Justin Trudeau)। কানাডার প্রধানমন্ত্রীর অফিসের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, জি-২০ সামিটের বাইরে এদিন জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কানাডায় ভারত-বিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

কানাডার প্রধানমন্ত্রীর অফিসের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পর কানাডিয়ান সশস্ত্র বাহিনীর তরফে সতর্ক করে জানানো হয় যে, তাঁর বিশেষ বিমান CFC001 প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে। এই সমস্যা রাতের মধ্যে সমাধান করা সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিনিধি দল ভারতে থাকবে।”

সূত্রের খবর, এদিন রাত ৮টা নাগাদ দিল্লি থেকে কানাডার বিশেষ বিমান CFC001-এ উড়ে যাওয়ার কথা ছিল জাস্টিন ট্রুডোর। কিন্তু, বিমানে গোলযোগের কারণে বিমানবন্দরে রওনা দেওয়ার পরেও হোটেলে ফিরে আসতে হয় তাঁকে। ট্রুডোয়ের সঙ্গে রয়েছেন তাঁর ছেলেও। তিনিও শুক্রবার ট্রুডোর সঙ্গে ভারতে এসেছিলেন।

অন্যদিকে, বর্তমানে কানাডায় ভারত-বিরোধী খলিস্তানি-পন্থীর কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এদিন সামিট শেষ হওয়ার প্রাক্কালে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পর অবশ্য সাংবাদিক বৈঠক করে ভারত সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর সরকার সর্বদা হিংসা প্রতিরোধে এবং ঘৃণার বিরুদ্ধে পদক্ষেপ করছে বলে জানান তিনি। একইসঙ্গে ট্রুডো বলেন, “কানাডা সর্বদা মত প্রকাশ, আত্মোলপব্ধি এবং শান্তিপূর্ণ প্রতিবাদের স্বাধীনতা রক্ষা করবে।” জলবায়ুর পরিবর্তন ও নাগরিকদের অগ্রগতিতে ভারত ‘কানাডার গুরুত্বপূর্ণ সঙ্গী’ বলেও উল্লেখ করেছেন ট্রুডো।

Next Article