নয়া দিল্লি: সন্ত্রাসবাদের বিরুদ্ধে শুরু থেকেই কড়া অবস্থান নিয়েছে ভারত। আর জঙ্গিদমনে এবার আরও একটা বড় ধাপ এগল ভারত। এবার জঙ্গিদমনে কাজ করবে সিবিআই-ও। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের ইউরোপোলের সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেছে ভারতের এই তদন্তকারী সংস্থা। সেখানে গুরুতর অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতায় কাজ করার উদ্দেশেই এই চুক্তি সাক্ষরিত হল। এই চুক্তি শুধুমাত্র সিবিআই ও ইউরোপোলকেই কাছাকাছি আনল এমন নয়, একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি সদস্য রাষ্ট্রের তদন্তকারী সংস্থার সঙ্গেও এক সেতুবন্ধন হল সিবিআই-এর। একইসঙ্গে ইউরোপোলের সঙ্গে যুক্ত অন্যান্য দেশের তদন্তকারী সংস্থার সঙ্গেও একটি লিঙ্ক তৈরি হল ভারতীয় গোয়েন্দা সংস্থার।
সিবিআই ও ইউরোপোল উভয় পক্ষের তরফেই জানানো হয়েছে এটি দুই তদন্তকারী সংস্থার মধ্যে এক নিবিড় যোগাযোগ ও সহযোগিতার পথ খুলে দেবে, যাতে উভয় পক্ষই নিজেদের ‘বেস্ট এক্সারসাইজ়’ একে অন্যের সঙ্গে শেয়ার করতে পারে। দু’পক্ষের সহযোগিতা বলতে তথ্যের আদানপ্রদান থেকে শুরু করে জেনারেল সিচুয়েশন রিপোর্ট, স্ট্র্যাটেজিক অ্যানালিসিস এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের দিকে জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট কোনও অপরাধমূলক তদন্তে একে অপরকে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়েও নজর দেওয়া হয়েছে নতুন এই ব্যবস্থায়।
ইউরোপোলের হেড কোয়ার্টার অবস্থিত হেগে। গত বৃহস্পতিবার নয়া দিল্লি ও হেগে অনুষ্ঠিত এক ভার্চুয়াল ইভেন্টের মধ্য দিয়ে এই পারস্পরিক সহযোগিতার চুক্তি সাক্ষরিত হয়। সিবিআইয়ের তরফে সেখানে সই করেন সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ এবং ইউরোপোলের তরফে সই করেন তাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাথরিন ডি বোলে। ভার্চুয়াল ওই ইভেন্টে সিবিআই ডিরেক্টর বলেন, ‘এটি সিবিআই ও ইউরোপোলের মধ্যে বিগত কয়েক বছরের আলোচনার ফসল। এটি একটি বড় মাইলফলক যা অপরাধ দমনে আমাদের চেষ্টা ও পারস্পরিক সহযোগিতাকে তুলে ধরে।’