AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahua Moitra: মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু, ‘একই চিত্রনাট্য’ বলছেন কুণাল

CBI probe: মহুয়া মৈত্রের সাংসদ পদ থাকবে কিনা সেটা নির্ধারিত হবে শীতকালীন অধিবেশনে। তবে এবার সংসদে নগদ দিয়ে প্রশ্ন করার অভিযোগের তদন্তে নামল সিবিআই। লোকপালের নির্দেশেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্তে নেমেছে বলে সূত্রের খবর।

Mahua Moitra: মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু, 'একই চিত্রনাট্য' বলছেন কুণাল
মহুয়া মৈত্র। ফাইল ছবি।Image Credit: Twitter
| Updated on: Nov 25, 2023 | 7:11 PM
Share

নয়া দিল্লি: মহুয়া মৈত্রের (Mahua Moitra) সাংসদ পদ থাকবে কিনা সেটা নির্ধারিত হবে শীতকালীন অধিবেশনে। তবে এবার সংসদে নগদ দিয়ে প্রশ্ন করার অভিযোগের তদন্তে নামল CBI। লোকপালের নির্দেশেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই প্রাথমিক তদন্ত শুরু করল বলে সূত্রের খবর। যদিও মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

সিবিআই সূত্রে খবর, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা সংসদে নগদ দিয়ে প্রশ্ন তোলার অভিযোগের সত্যতা জানতে দুর্নীতি-বিরোধী লোকপাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তদন্তের নির্দেশ দেয়। তার পরিপ্রেক্ষিতেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআই। এই তদন্ত রিপোর্টের পরই স্থির হবে, মহুয়ার বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা দায়ের হবে কিনা।

প্রসঙ্গত, প্রাথমিক তদন্তের অধীনে সিবিআই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না বা তাঁর বিরুদ্ধে কোনও তল্লাশি চালাতে পারবে না। তবে তদন্তের স্বার্থে নথি চাইতে পারে, সেগুলি পরীক্ষা করতে পারে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে পারে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের পর সেই রিপোর্ট লোকপালের কাছেই জমা দেবে সিবিআই।

তবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তে শুরু করার ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এটা বিজেপির চক্রান্ত অভিযোগ তুলে তিনি বলেন, “মহুয়া মৈত্রের বিরুদ্ধে আবার একই চিত্রনাট্য। অর্থাৎ বিজেপির চক্রান্ত। বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূলকে মোকাবিলা করতে পারছে না। বিজেপি-বিরোধী কণ্ঠ তৃণমূল কংগ্রেস। তাই এই এজেন্সিগুলির অপব্যবহার করে এক-এক রকম গল্প তৈরি করে যেভাবে তৃণমূল নেতৃত্বকে টার্গেট করে হেনস্থা করা হচ্ছে, সেভাবেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে নামানো হয়েছে। সিবিআইকে নামিয়ে বিজেপি কাদা ছোড়াছুড়ি করছে।” তবে এভাবে মহুয়া মৈত্র বা তৃণমূলকে বিপাকে ফেলা যাবে না দাবি জানিয়ে কুণাল ঘোষের আরও দাবি, “এজেন্সি দিয়ে বাংলার মাটিতে এই চক্রান্ত সফল হবে না। বাংলার বিরুদ্ধে প্রতিহিংসা, বৈষম্য রাজনীতির যে চিত্রনাট্য চলে আসছে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে নামিয়ে সেটাই করছে।”

ব্যবসায়ী হীরানন্দ দর্শানির থেকে টাকা নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংসদে প্রশ্ন তুলেছিলেন বলে অভিযোগ। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথম এই অভিযোগে সরব হন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন মহুয়া। তবে এই ঘটনায় তদন্তের জল ইতিমধ্যে লোকসভার এথিক্স কমিটি পর্যন্ত গড়িয়েছে। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে এথিক্স কমিটি। এবার সংসদের শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ মহুয়া মৈত্রের সাংসদ পদ থাকবে কিনা সেটা স্থির করা হবে।