VVIP Chopper Case : চপার দুর্নীতি মামলায় চার্জশিট সিবিআইয়ের, নাম আছে কংগ্রেস জমানার প্রতিরক্ষা সচিবের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 16, 2022 | 10:48 PM

VVIP Chopper Case : অগাস্টা-ওয়েস্টল্যান্ড মামলায় এদিন প্রাক্তন প্রতিরক্ষা সচিব শশী কান্ত শর্মা এবং প্রাক্তন এয়ার ভাইস মার্শাল জসবীর সিং পানেসরকে অভিযুক্ত করল সিবিআই। অগাস্টা-ওয়েস্টল্যান্ড মামলায় দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

VVIP Chopper Case : চপার দুর্নীতি মামলায় চার্জশিট সিবিআইয়ের, নাম আছে কংগ্রেস জমানার প্রতিরক্ষা সচিবের
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

নয়া দিল্লি : অগাস্টা-ওয়েস্টল্যান্ড মামলায় এদিন প্রাক্তন প্রতিরক্ষা সচিব শশী কান্ত শর্মা এবং প্রাক্তন এয়ার ভাইস মার্শাল জসবীর সিং পানেসরকে অভিযুক্ত করল সিবিআই। অগাস্টা-ওয়েস্টল্যান্ড মামলায় দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। প্রতিরক্ষা মন্ত্রক এদিন এই অভিযোগে ক্লিয়ারেন্স দিয়েছে। তারপরই সিবিআই ৩,২০০ কোটি টাকা মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দায়ের করেছে। এই মামলায় শশী কান্ত শর্মা এবং চারজন সিনিয়র বায়ুসেনা আধিকারিককে অভিযুক্ত করা হয়েছে এই মামলায়।

শর্মা ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যুগ্ম সচিব (বায়ু) ছিলেন এবং প্রতিরক্ষা সচিব (২০১১-১৩) এবং অডিটর (২০১৩-২০১৭) হন। সংস্থাটি ডেপুটি চিফ টেস্টিং পাইলট এসএ কুন্তে এবং উইং কমান্ডার আইএএফ টমাস ম্যাথিউ এবং গ্রুপ ক্যাপ্টেন এন সন্তোষের বিরুদ্ধে মামলা করার অনুমোদন চেয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য সহ শীর্ষস্থানীয় নেতাদের জন্য ভারতে ১২ টি ভিভিআইপি হেলিকপ্টার কেনা হয়েছিল। সেই সরবরাহ করার জন্য অগাস্টা ওয়েস্টল্যান্ডের জন্য একটি চুক্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এই মামলায়। অগাস্টা ওয়েস্টল্যান্ড যোগ্য না হওয়া সত্ত্বেও এই চুক্তি করেছিল কারণ তার হেলিকপ্টারগুলি ভারতীয় বিমান বাহিনী দ্বারা নির্ধারিত ৬ হাজার মিটার অপারেশনাল সিলিং প্যারামিটার পূরণ করেনি।

সিবিআই এর বিশেষ তদন্তকারী দল ২০১৬ সালে মামলাটি গ্রহণ করে। ২০১৭ সালের ১ সেপ্টেম্বর প্রাক্তন এয়ার চিফ মার্শাল এসপি ত্যাগী এবং ১১ জনের বিরুদ্ধে প্রথম চার্জশিট দাখিল করে। সিবিআই জানিয়েছে, প্রাক্তন বায়ুসেনা প্রধানের বিরুদ্ধে অগাস্টা ওয়েস্টল্যান্ডকে সাহায্য করার জন্য হেলিকপ্টারগুলির অপারেশনাল সিলিং কমানোর সুপারিশ করার অভিযোগ রয়েছে। সিবিআই অভিযোগ করেছে যে এয়ার চিফ মার্শাল ত্যাগী ফিনমেকানিকা এবং অগাস্টা ওয়েস্টল্যান্ডের শীর্ষ আধিকারিকদের দরপত্রে এটি করেছিলেন, যারা তিনজন মধ্যস্বত্বভোগী – ক্রিশ্চিয়ান মিশেল, গুইডো হাশকে এবং কার্লোস গেরোসা-র পরিষেবা নিযুক্ত করেছিলেন। ক্রিশ্চিয়ান মিশেলকে ২০১৮ সালে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল। তিনি বর্তমানে তিহার জেলে রয়েছেন।

আরও পড়ুন :  G Kishan Reddy : নেই কোনও অবরোধ, কার্ফু, বারুদের গন্ধ… ‘শান্তির পথে এগোচ্ছে উত্তরপূর্ব’, বললেন কেন্দ্রীয় মন্ত্রী

Next Article
G Kishan Reddy : নেই কোনও অবরোধ, কার্ফু, বারুদের গন্ধ… ‘শান্তির পথে এগোচ্ছে উত্তরপূর্ব’, বললেন কেন্দ্রীয় মন্ত্রী
Congress G-23 Meeting: ‘সামনে এগোনোর একমাত্র পথ হল…’, দলের কাটাছেঁড়া হলেও গান্ধী-বিরোধী সুর উধাও জি-২৩-র বৈঠকে