নয়া দিল্লি: ফের সিবিআই (CBI) তলবের মুখে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। আবগারি নীতি (Excise Policy) দুর্নীতিকাণ্ডেই ফের মণীশ সিসোদিয়াকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামী ২৬ ফেব্রুয়ারি, রবিবার তাঁকে দিল্লির সিবিআই অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। আবগারি দুর্নীতির বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা।
সিবিআই সূত্রে খবর, আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৯ ফেব্রুয়ারি দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে তলব করা হয়েছিল। কিন্তু, দিল্লির বাজেটের প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণ জানিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে অতিরিক্ত সময় চেয়ে নেন উপ-মুখ্যমন্ত্রী। তাঁর সেই আবেদন মঞ্জুর করে সিবিআই। এরপরই আগামী রবিবার তাঁকে তলব করে নোটিশ পাঠানো হল।
এদিন সিবিআই তলবের কথা জানিয়ে কেন্দ্রকে তোপ দেগে টুইট করেছেন মণীশ সিসোদিয়া। টুইটারে তিনি লিখেছেন, “সিবিআই আবার আমাকে ডেকেছে। ওরা (কেন্দ্র) আমার বিরুদ্ধে সিবিআই, ইডি-কে কাজে লাগিয়েছে। আমার বাড়িতে, অফিসে তল্লাশি চালিয়েও কিছু পায়নি। আসলে দিল্লির শিশুদের জন্য ভাল শিক্ষার ব্যবস্থা করছিলাম। ওরা আমার কাজ বন্ধ করতে চায়। তবে আমি তদন্তে সহযোগিতা করব।”
सीबीआई ने कल फिर बुलाया है. मेरे ख़िलाफ़ इन्होंने CBI, ED की पूरी ताक़त लगा रखी है, घर पर रेड, बैंक लॉकर तलाशी, कहीं मेरे ख़िलाफ़ कुछ नहीं मिला
मैंने दिल्ली के बच्चों के लिए अच्छी शिक्षा का इंतज़ाम किया है। ये उसे रोकना चाहते हैं।
मैंने जाँच में हमेशा सहयोग किया है और करूँगा.— Manish Sisodia (@msisodia) February 18, 2023
প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি নিয়ে কেজরীবাল সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বেআইনিভাবে টাকার বিনিময়ে মদের কিছু ব্যবসায়ীকে লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে নাম জড়িয়েছে কেজরী-সরকারের উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। এই মামলায় ইতিমধ্যে মণীশ সিসোদিয়ার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে সিবিআই। যদিও মণীশ সিসোদিয়া সহ তাঁর সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এটা আসলে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে তাঁর দাবি।