নয়া দিল্লি: অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। রাত পোহালেই সিবিএসই-র দশমের ফলাফল প্রকাশ পেতে চলেছে। করোনা পরিস্থিতির কারণে এ বার লিখিত পরীক্ষা না নিয়েই অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। পাঁচটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের নম্বরের ওপর ভিত্তি করে ফলাফল তৈরি হবে। যে তিনটি বিষয়ে সর্বাধিক নম্বর পেয়েছেন পড়ুয়া, সেই তিনটিকেই বেছে নেওয়া হবে। দশম শ্রেণির ওই তিন বিষয় থেকে ৩০ শতাংশ, একাদশ শ্রেণি থেকে ৩০ শতাংশ ও দ্বাদশ শ্রেণি থেকে ৪০ শতাংশ নম্বর যুক্ত করে ফল প্রকাশ করা হবে।
এ বার প্রশ্ন হচ্ছে, কী ভাবে সেই ফলাফল জানা যাবে? বোর্ডের তরফে জানানো হয়েছে, ডিজিলকারে মাধ্যমে (DigiLocker) দেখা যাবে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল। DigiLocker অ্যাকাউন্ট থেকে মার্কশিটের পাশাপাশি বাকি সব ধরনের সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার কারণে যেহেতু এ বছর অ্যাডমিট কার্ডও ইস্যু করা যায়নি, তাই রোল নম্বরও পাওয়া যায়নি। তবে এই সমস্ত মুশকিল আসান করতে DigiLocker অ্যাপ্লিকেশনের সূচনা করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।
সবার প্রথম https://accounts.digitallocker.gov.in/signup/smart_v2/4f0bc1fe0b88eb43709d3a23143cf28f এই লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর সেখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর, ৬ ডিজিটের সিকিওরিটি পিন, ইমেল আইডি এবং আধার কার্ড নম্বর দিয়ে লগইন করতে হবে। একবার লগইন করা হয়ে গেলেই সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজাল্ট-সহ বাকি তথ্য জানতে পারবেন পড়ুয়ারা। এ বাদে শুধুমাত্র রেজাল্ট জানতে হলে cbse.nic.in-এ গেলে তা সহজেই জানা যাবে।