নয়াদিল্লি: প্রকাশিত হল সিবিএসএই দশম শ্রেণির পরীক্ষার ফল। শুক্রবার দ্বাদশ শ্রেণির পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE) দশম শ্রেণিরও ফল প্রকাশিত হয়েছে। এ বছর সিবিএসই দশম শ্রেণিতে পাশের হার ৯৩.১২ শতাংশ। ২০১৯ সালে কোভিড অতিমারির সময় এই পাশের হার ছিল ৯১.১০ শতাংশ। এ বছর সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ। সেই পরীক্ষা শেষের দুমাস পার হওয়ার আগেই প্রকাশিত হল ফল। তবে দ্বাদশ শ্রেণির মতো দশম শ্রেণির মেরিট লিস্টও প্রকাশ করা হয়নি সিবিএসই-র তরফে। প্রায় ১৯ লক্ষ পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় বসেছিলেন বলে জানা গিয়েছে, সিবিএসই তরফে।
সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও তিনটি লিঙ্কের মাধ্যমে দেখা যাচ্ছে দশম শ্রেণির ফল। এই লিঙ্কে ক্লিক করে ফল দেখতে পারবেন। সেখানে গিয়ে লগ ইন করতে হবে পরীক্ষার্থীদের। এর পর রোল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি, স্কুল নম্বর ও জন্মতারিখ দিলে দেখতে পাওয়া যাবে ফলাফল। সেখান থেকে রেজাল্ট ডাউনলোড করে নেওয়া যাবে। এ ছাড়াও ডিজিলকারের মাধ্যমে মার্কশিট, মাইগ্রেশন সার্টিফিকেট ও অন্য নথি ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। ২০২৪ সালে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন পরীক্ষা কন্ট্রোলার সন্যাম ভরদ্বাজ।
দশম শ্রেণির পাশাপাশি সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে শুক্রবার। এ বছর দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৮৭.৩৩ শতাংশ। দ্বাদশ শ্রেণির মেরিট লিস্টও প্রকাশ করা হয়নি।