শামলি: প্রেম সম্পর্কিত জটিলতায় খুন হতে হল এক নাবালককে। নিজের বন্ধুদের হাতেই খুন হয়েছেন ১৬ বছরের ওই কিশোর। তার তিন বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। খুনে অভিযুক্তদের মধ্যে ২ জন নাবালক। জানা গিয়েছে, বন্ধুর বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ওই কিশোরের। কিন্তু সেই সম্পর্ক নিয়ে বিরক্ত ছিল তার বন্ধু। বার বার বলা সত্ত্বেও বন্ধুর বোনের সঙ্গে দেখা করা থামাননি মৃত কিশোর। বন্ধুর বোনের সঙ্গেই চুটিয়ে প্রেম করছিল সে। এর জেরেই তাকে তিন বন্ধু মিলে ছুরি মেরে খুন করে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের শামলি জেলায়। বৃহস্পতিবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় উত্তর প্রদেশের শামলি জেলার কান্ধলা থানার পুলিশের কাছে একটি অভিযোগ আসে। মাখমুলপুর গ্রামের আখের ক্ষেতে রক্তাক্ত অবস্থায় একটি কিশোরের দেহ পড়ে রয়েছে। তার পর সেই দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কিশোরের নাম গুরমিত। ঘটনা নিয়ে শামলির পুলিস সুপার অভিষেক জানিয়েছেন, তিন বন্ধু মিলে খুন করেছে ওই কিশোরকে।
খুনের সন্দেহে গুরমিতের তিন বন্ধুকে আটক করে পুলিশ তাদের মধ্যে ২ জন নাবালক বলে জানা গিয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় গুরমিতের এক বন্ধু জানিয়েছে, তার বোনের সঙ্গে গুরমিতের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। যা নিয়ে তার আপত্তি ছিল। কিন্তু গুরমিত সেই কথা শোনেননি বলে অভিযোগ। এ জন্যই তারা গুরমিতকে খুন করেছে বলে জানিয়েছে পুলিশকে। যে ছুরি করে গুরমিতকে খুন করা হয়েছে। তাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।