CBSE Class 10th Result: আজই প্রকাশিত হবে CBSE-র দশম শ্রেণির ফল, কী ভাবে জানবেন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 03, 2021 | 11:30 AM

CBSE: দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আগেই। এ বার দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে।

CBSE Class 10th Result: আজই প্রকাশিত হবে CBSE-র দশম শ্রেণির ফল, কী ভাবে জানবেন
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: অতিমারির জন্য পরীক্ষা হয়নি। তবে বিশেষ পদ্ধতিতে ফল প্রকাশ করা হচ্ছে সিবিএসই-র। দ্বাদশের পর এ বার দশম শ্রেণির ফল প্রকাশিত হতে চলেছে। ঠিক দুপুর ১২ টায় ফল প্রকাশ হবে বলে জানিয়েছে বোর্ড। cbseresults.nic.in- এই ওয়েবসাইট এগিয়ে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।

সিবিএসই-র ফলাফল জানতে cbse.gov.in ও cbse.nic.in, এই দুই ওয়েবসাইটেও চোখ রাখা যেতে পারে। এ ছাড়া ছাত্রছাত্রীদের কাছে এসএমএসের মাধ্যমে ফলাফল পৌঁছে যাবে। ডিজিলকার, উমঙ্গ অ্যাপের মাধ্যেও ফল জানা যাবে। যে পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হচ্ছে, তাতে যদি কেউ সন্তুষ্ট না হন, তাহলে অফলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে।

দশম শ্রেণির ক্ষেত্রে হাফ ইয়ার্লি, মিড টার্ম পরীক্ষার নম্বর ও ইন্টারনাল পরীক্ষায় পাওয়া নম্বরের ওপর ভিত্তি করে এই ফল প্রকাশ করা হবে। গত ৩০ জুলাই সিবিএসই দ্বাদশের ফল প্রকাশ হয়। তাতে উত্তীর্ণ হয় ৯৯.১৩ শতাংশ। মেয়েদের পাশের হার বেশি ছিল, ৯৯.৬৭ শতাংশ। গত বছরের তুলনায় এবার প্রায় ৩৪ শতাংশ বেড়েছে তৃতীয় লিঙ্গের পড়ুয়াদের পাশের হার। আরও পড়ুন: গোগরা থেকে সরতে রাজি চিন, কিন্তু হট স্প্রিং থেকে নড়বে না একচুল

Next Article