নয়া দিল্লি: প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল। ঠিক দুপুর ১২ টায় বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়েছে। দশম শ্রেণিতে পাশ করেছে ৯৯.৪ শতাংশ ছাত্রছাত্রী। দ্বাদশের মতো দশমেও মেয়েদের পাশের হার ছেলেদের থেকে বেশি। গত বছর সিবিএসই-র দশম শ্রেণিতে পাশের হার ছিল ৯১.৪৬ শতাংশ। মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ২১,১৩,৭৬৩। এর মধ্যে ২০,৯৭,১২৮ জনের ফল প্রকাশিত হয়েছে, বাকিদের ফল এখনও আটকে রয়েছে। ৯৯.২৪ শতাংশ ছাত্রী ও ৯৮.৮৯ শতাংশ ছাত্র পাশ করেছে।
‘ফেল’ শব্দটা ব্যবহার করছে না সিবিএসই। বলা হচ্ছে ‘এসেনশিয়াল রিপিট।’ ওয়েবসাইটে যে ফল প্রকাশিত হচ্ছে সেখানেও ‘ফেল’ শব্দটা থাকছে না। গত বছর সিবিএসই-র দশম শ্রেণিতে ৪১,৮০৪ জন পেয়েছিলেন ৯৫ শতাংশের বেশি নম্বর। সবথেকে বেশি পাশের হার ত্রিবান্দ্রমে, ৯৯.৯৯ শতাংশ। এরপরেই রয়েছে চেন্নাই ও বেঙ্গালুরু। চেন্নাইতে পাশের হার ৯৯.৯৬ শতাংশ ও বেঙ্গালুরুতে ৯৯.৯৪ শতাংশ।
cbseresults.nic.in- এই ওয়েবসাইট এগিয়ে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। সিবিএসই-র ফলাফল জানতে cbse.gov.in ও cbse.nic.in, এই দুই ওয়েবসাইটেও চোখ রাখা যেতে পারে। এ ছাড়া ছাত্রছাত্রীদের কাছে এসএমএসের মাধ্যমে ফলাফল পৌঁছে যাবে। ডিজিলকার, উমঙ্গ অ্যাপের মাধ্যেও ফল জানা যাবে। যে পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হচ্ছে, তাতে যদি কেউ সন্তুষ্ট না হন, তাহলে অফলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। আরও পড়ুন: ‘গণতন্ত্রকে অপমান, মানুষকে অপমান’ করছেন বিরোধীরা, ফের আক্রমণ শানালেন মোদী