রোজ ২৫ লক্ষ করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামছে কেন্দ্র

সুমন মহাপাত্র |

May 19, 2021 | 7:49 PM

সফদরগঞ্জের এক হাসপাতালে করোনা প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

রোজ ২৫ লক্ষ করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামছে কেন্দ্র
ছবি- পিটিআই

Follow Us

নয়া দিল্লি:দেশে করোনা (COVID) আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। যদিও বিগত কয়েকদিন ধরে লাগাতার কমছে আক্রান্তের সংখ্যা। কিন্তু বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দৈনিক নমুনা পরীক্ষার ক্ষেত্রে। চিকিৎসক-বিশেষজ্ঞরা বলছেন করোনা রুখতে জোর দিতে হবে নমুনা পরীক্ষায়। দ্রুত বাড়াতে হবে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা। তাই এ বার দৈনিক ২৫ লক্ষ করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নিল কেন্দ্র।

সফদরগঞ্জের এক হাসপাতালে করোনা প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সেখানেই তিনি বলেন, “গতকাল আমরা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনা পরীক্ষা করেছি। ২০ লক্ষেরও বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। দ্রুত আমরা সেই সংখ্যাটা ২৫ লক্ষে নিয়ে যাব।” আইসিএমআরের তথ্য অনুযায়ী, ১৮ মে পর্যন্ত দেশে মোট করোনা পরীক্ষা হয়েছে ৩২ কোটি ৩ লক্ষ ১ হাজার ১৭৭। যার মধ্যে শুধু মঙ্গলবার পরীক্ষা হয়েছে ২০ লক্ষ ৮ হাজার ২৯৬ নমুনা।

সফদরগঞ্জ হাসপাতালে একটি নতুন পিএসএ প্ল্যান্ট স্থাপিত হয়েছে। সে বিষয়ে হর্ষ বর্ধন বলেন, “ডিআরডিওর সহযোগিতায় রেকর্ড সময়ের মধ্যে এখানে পিএসএ প্ল্যান্ট স্থাপিত হয়েছে। মাস খানেকের মধ্যে আরও একটি ২ মেট্রিক টনের পিএসএ প্ল্যান্ট স্থাপিত হবে।” উল্লেখ্য, দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বিগত কয়েকদিন ধরেই কমছে। তবে বাড়ছে মৃত্যু।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৮৯ হাজার ৮৫১ জন। সুস্থতার হার বাড়লেও ফের রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৫২৯ জনের মৃত্যু হয়েছে, যা এখনও অবধি সর্বোচ্চ মৃতের সংখ্যা। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৮৩ হাজার ২৪৮-এ। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ কোটি ১৯ লক্ষ ৮৬ হাজার ৩৬৩ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩২ লক্ষ ২৬ হাজার ৭১৯।

আরও পড়ুন: ৯-৬ সবেতেই ‘না’, করোনা জয়ীরা কবে টিকা পাবেন, সাফ জানাল কেন্দ্র

Next Article