সম্বিত পাত্রর টুইট থেকে ‘ভুয়ো’ তকমা মুছতে হবে, টুইটারের কাছে দাবি কেন্দ্রের

ঋদ্ধীশ দত্ত |

May 21, 2021 | 6:37 PM

কেন্দ্রের বক্তব্য, সম্বিতের শেয়ার করা কংগ্রেসের টুলকিট ভুয়ো না আসল তা তদন্তে উঠে আসবে। টুইটার কেন সেটা জানাবে!

সম্বিত পাত্রর টুইট থেকে ভুয়ো তকমা মুছতে হবে, টুইটারের কাছে দাবি কেন্দ্রের
ছবি- টুইটার

Follow Us

নয়া দিল্লি: ফের টুইটার নিয়ে বিতর্কে কেন্দ্রীয় সরকার। তথাকথিতভাবে কেন্দ্রকে ‘বদনাম’ করার জন্য কংগ্রেসের যে টুলকিট শেয়ার করে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র টুইট করেছিলেন, তা ‘ভুয়ো’ বলে চিহ্নিত করেছে টুইটার কর্তৃপক্ষ। সেই টুইটকে ম্যানুপুলেটেড মিডিয়ার তকমা দেওয়া হয়েছে। যা নিয়ে এ বার কেন্দ্রীয় সরকার চটে গিয়েছে বলে খবর। কেন্দ্রের বক্তব্য, সম্বিতের শেয়ার করা কংগ্রেসের টুলকিট ভুয়ো না আসল তা তদন্তে উঠে আসবে। টুইটার কেন সেটা জানাবে! সেই কারণে ভুয়ো তকমা তুলে নেওয়ার দাবি তোলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

গত ১৮ মে কংগ্রেসের জলছাপ দেওয়া একটি নথি প্রকাশ্যে আনেন বিজেপির এই চর্চিত মুখপাত্র। সেই নথি প্রকাশ্যে এনে সম্বিত দাবি করেন, কোভিড মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে বদনাম করার চক্রান্ত করছে কংগ্রেস। যদিও সম্বিত পাত্র এই টুইট করার কিছুক্ষণের মধ্যেই সমস্ত অভিযোগ পত্রপাঠ খারিজ করে দেয় কংগ্রেস। বিরোধীদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, কংগ্রেসের পক্ষ থেকে এমন কোনও টুলকিট প্রকাশ করা হয়নি। সম্বিত পাত্র যে তথ্য প্রকাশ্যে এনেছেন তা নেটাগরিকদের ভাষায় ‘ফেক নিউজ’।

আরও পড়ুন: বৃহত্তর বেঞ্চে শুনানি হচ্ছে না আজ, অভিযুক্তদের বাড়ির সামনে সিসিটিভি বসিয়ে চলবে নজরদারি

এই নিয়ে তরজা চলার মধ্যেই দেখা যায়, টুইটার কর্তৃপক্ষের তরফে সম্বিত পাত্রের ওই টুইটে ভুতো তথ্যর তকমা সেঁটে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আরও একবার ট্রোলিং শুরু হয়। যার পরই তেড়েফুঁড়ে ময়দানে নামে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক এই ভুয়ো তথ্য তকমার বিরোধিতা করে এ দিন টুইটার কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে, ‘ভুয়ো’ তকমা যেন মুছে ফেলা হয়। বিষয়টি তদন্তাধীন। তদন্তই ঠিক করবে তথ্যটি ভুয়ো কি না। টুইটার নয়।

আরও পড়ুন: কৃষিমন্ত্রীই থাকছেন শোভনদেব, যেতে চাইছেন না রাজ্যসভায়, জানালেন মুখ্যমন্ত্রীকে

Next Article