নয়া দিল্লি: দেশে আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারটাও নেহাত কম নয়। দৈনিক যে সংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন, একই অনুপাতে মানুষ সেরেও উঠছেন। কিন্তু যারা সেরে ওঠছেন, একটা প্রশ্ন তাঁদের হামেশাই করতে শোনা যাচ্ছে। ভ্যাকসিন নেওয়া যাবে কতদিন পরে? এতদিন চিকিৎসকদের একটি বড় অংশ জানাচ্ছিলেন, সেরে ওঠার পর ২৮ দিন থেকে মাসদুয়েকের মধ্যে ভ্যাকসিন নেওয়া যাবে। কিন্তু, বৃহস্পতিবার সরকারি প্যানেলের সুপারিশে জানানো হয়েছে, করোনা থেকে সেরে ওঠার কমপক্ষে ৬ মাস পর ভ্যাকসিন নেওয়া উচিত।
পিটিআই সূত্রে খবর, সরকারি প্যানেলে এ দিন পরামর্শ দেওয়া হয়েছে কোভিড আক্রান্তরা সেরে ওঠার অন্তত ছয় মাস পরই ভ্যাকসিন নেওয়া উচিত। এ দিনের প্যানেলে কোভিশিল্ড নেওয়া ক্ষেত্রে দুই ডোজ়ের ব্যবধানে বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করতে বলা হয়েছে। যদিও কোভ্যাক্সিনের দুই ডোজ়ের ক্ষেত্রে ব্যবধান ৪ সপ্তাহেরই থাকছে।
অন্যদিকে, এমন অনেকে রয়েছেন যারা প্রথম ডোজ় নেওয়ার পর করোনা পজিটিভ ধরা পড়েছেন। তাঁদের ক্ষেত্রে বলা হয়েছে, সেরে ওঠার পর কমপক্ষে চার বা আট সপ্তাহ কাটিয়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নেওয়া যাবে। দুই ডোজ়ের মধ্যে ব্যবধান বৃদ্ধি পাওয়ার কারণ পরোক্ষভাবে ভ্যাকসিনের জোগান কম থাকার জন্যও নেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: কোভিশিল্ডের দুই ডোজ় দেওয়ার নিয়মে বড় পরিবর্তনের সুপারিশ সরকারি প্যানেলের
সরকারি প্যানেলের এই সুপারিশ মেনেই টিকাকরণ হবে বলে আশাবাদী চিকিৎসক বিশেষজ্ঞদের একাংশ। এর আগে অধিক কার্যকরিতার জন্যই কোভিশিল্ডের দুই ডোজ়ের মধ্যে ব্যবধান বৃ্দ্ধি পেয়েছিল। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণাও দাবি করেছিল, কোভিশিল্ডের দুই ডোজ়ের মধ্যে ব্যবধান বেশি হলে কার্যকরিতাও বেশি হয়।
আরও পড়ুন: শিশুদের চূড়ান্ত ট্রায়ালে ছাড়পত্র কোভ্যাক্সিনকে, সিলমোহর ডিসিজিআইর