All Party Meeting: সংসদের অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকের ডাক, বিরোধীদের ঐক্য দেখা যাবে আজ?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 19, 2023 | 10:09 AM

Parliament Monsoon Session: সংসদের প্রতিটি অধিবেশনের আগেই সর্বদলীয় বৈঠক ডাকা হয়। মঙ্গলবারই এই বৈঠক হওয়ার কথা ছিল। রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড় বৈঠকের ডাক দিয়েছিলেন, কিন্তু একাধিক কেন্দ্রীয় মন্ত্রীই উপস্থিত না থাকার কারণে সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়।

All Party Meeting: সংসদের অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকের ডাক, বিরোধীদের ঐক্য দেখা যাবে আজ?
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: আগামিকাল, ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন (Monsoon Session)। তার আগেই আজ সর্বদলীয় বৈঠকের (All Party Meeting) ডাক দিল কেন্দ্রীয় সরকার। সংসদের বাদল অধিবেশন নিয়েই আলোচনা করা হবে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বকেই আমন্ত্রণ করা হয়েছে। তবে সূত্রের খবর, আজকের বৈঠকে উপস্থিত থাকবেন না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। ২১ জুলাইয়ের শহিদ দিবসের অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণেই তৃণমূলের কোনও সাংসদ উপস্থিত থাকবেন না। বেঙ্গালুরুর বিরোধী জোটের বৈঠকের পর আজকের সর্বদলীয় বৈঠকে বিরোধীদের মধ্যে কতটা মিলমিশ থাকে, তাই-ই নজরে থাকবে।

সংসদের প্রতিটি অধিবেশনের আগেই সর্বদলীয় বৈঠক ডাকা হয়। মঙ্গলবারই এই বৈঠক হওয়ার কথা ছিল। রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড় বৈঠকের ডাক দিয়েছিলেন, কিন্তু একাধিক কেন্দ্রীয় মন্ত্রীই উপস্থিত না থাকার কারণে সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়। আজকের বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, সর্বদলীয় বৈঠকের পাশাপাশি এনডিএ অন্তর্ভুক্ত সংসদীয় দলের নেতাদের সঙ্গে বৈঠক করবে বিজেপি। সংসদের বাদল অধিবেশনে কেন্দ্র কী কী বিষয় নিয়ে আলোচনা করবে, তা নিয়েই মূলত আলোচনা হবে।

চলতি বছরেই মধ্য প্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। আগামী বছরের শুরুতে লোকসভা নির্বাচনও রয়েছে। তার আগে সংসদের এই অধিবেশন শাসক-বিরোধীর তরজায় উত্তপ্ত হতে পারে। সূত্রের খবর, বাদল অধিবেশনে এবার কংগ্রেস সহ একাধিক বিরোধী দল মণিপুরে অশান্তি থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যু নিয়ে সরব হবে। গত অধিবেশনে বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়েছিল সংসদ। অধিকাংশ দিনই অধিবেশন মুলতুবি হয়ে গিয়েছিল।

Next Article