নয়া দিল্লি: তিন মাস পার হতে চলল, এখনও অশান্তির আগুন নিভছে না মণিপুরে (Manipur)। এই পরিস্থিতিতে মণিপুরে গেল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল (TMC Delegation Team)। আজ সকালেই মণিপুরের উদ্দেশে রওনা দেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সকাল ১১টা-সাড়ে ১১টা নাগাদ তাঁরা ইম্ফলে পৌঁছন। দুইদিন ধরে তাঁরা মণিপুরের বিভিন্ন ত্রাণ শিবির ঘুরে দেখবেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথাল বলবেন। এর ভিত্তিতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কাছে তাঁরা একটি রিপোর্ট জমা দেবেন বলেও জানা গিয়েছে।
তৃণমূল কংগ্রেসের তরফে যে প্রতিনিধি দল পাঠানো হয়েছে, তার সদস্যরা হলেন সুস্মিতা দেব (Sushmita Dev), কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastider), দোলা সেন (Dola Sesn), ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien), কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। জানা গিয়েছে, আজ সকাল ১১টা নাগাদ ইম্ফল বিমানবন্দরে পৌঁছন তৃণমূলের সাংসদরা। আজ ও আগামিকাল তাঁরা মণিপুরে থাকবেন এবং হিংসা বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন।
#WATCH | West Bengal: “A delegation of 5 members of the Trinamool Congress will visit Manipur today to meet the victims of the violence. We will try to meet everyone and provide all necessary aid to bring back peace in the state”: Sushmita Dev, TMC leader pic.twitter.com/dBUzAb07Tv
— ANI (@ANI) July 19, 2023
এ দিন বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, “তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল মণিপুরে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত জুন মাসে প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে মণিপুর সফরের জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু তার কোনও জবাব মেলেনি, মুখ্যমন্ত্রীকে মণিপুর যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। মণিপুর ধ্বংস হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী চুপ রয়েছেন। আমরা মণিপুরের সমস্ত সম্প্রদায়ের সঙ্গে, বিশেষ করে মহিলা ও শিশুদের সঙ্গে দেখা করার চেষ্টা করব।”
সুস্মিতা দেব আরও জানান, তাঁরা চূড়াচন্দপুর ও ইম্ফল ঘুরে দেখবেন। সড়কপথের পাশাপাশি হেলিকপ্টারেও হিংসাবিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখার কথা। কিন্তু তাঁরা হেলিকপ্টার পরিষেবা পাবেন কি না, তা এখনও জানানো হয়নি। বিভিন্ন অলাভজনক সংস্থা (NGO)-ও তাঁদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান।