আগামিকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে সরকারি কর্মচারীদের এই সুযোগ সুবিধা, জানুন নতুন গাইডলাইন

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Nov 07, 2021 | 1:30 PM

কেন্দ্রীয় সরকার এর জন্য সম্পূর্ণ গাইডলাইন জারি করে দিয়েছে। গাইডলাইন মোতাবেক, বায়োমেট্রিক মেশিনের সামনে স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক। সমস্ত কর্মীচারীদের উপস্থিতি নথীভুক্ত করার আগে আর পরে স্যানিটাইজার দিয়ে নিজেদের হাত পরিস্কার করতে হবে।

আগামিকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে সরকারি কর্মচারীদের এই সুযোগ সুবিধা, জানুন নতুন গাইডলাইন

Follow Us

Covid Guideline: কোভিড অতিমারীর সময় সরকারি কর্মচারিদের প্রদেয় সুযোগ সুবিধা এখন শেষ হয়ে যাচ্ছে। আগামী ৮ নভেম্বর থেকে সরকারি কাজের ক্ষেত্রে প্রদেয় ছাড় বন্ধ হচ্ছে। এখন সরকারি কর্মচারীদের অফিসে পুরো সময় উপস্থিত থাকতে হবে। এই উপস্থিতি নথীভুক্ত করার জন্য সোমবার থেকে বায়োমেট্রিক সিস্টেম (Biometric Attendance) আবারও বহাল করা হচ্ছে।

বায়োমেট্রিক অ্যাটেনডেন্স নিয়ে সমস্ত কেন্দ্রীয় কার্যালয়ে নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। ভারত সরকারের ডেপুটি সেক্রেটারি উমেশ কুমার ভাটিয়ার মোতাবেক করোনা মহামারীকে মাথায় রেখে অফিসে কম সংখ্যক কর্মচারিদের ডাকা এবং কাজের সময় কম করার মতো ছাড় আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন ৮ নভেম্বর থেকে প্রত্যেক কর্মচারিকে বায়োমেট্রিকে উপস্থিতি নথীভুক্ত করতে হবে।

কেন্দ্রীয় সরকার এর জন্য সম্পূর্ণ গাইডলাইন জারি করে দিয়েছে। গাইডলাইন মোতাবেক, বায়োমেট্রিক মেশিনের সামনে স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক। সমস্ত কর্মীচারীদের উপস্থিতি নথীভুক্ত করার আগে আর পরে স্যানিটাইজার দিয়ে নিজেদের হাত পরিস্কার করতে হবে। কর্মচারীদের বায়োমেট্রিকে উপস্থিতি নথীভুক্ত করার সময় নিজেদের মধ্যে ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। সমস্ত কর্মচারীদের সবসময় মাস্ক পড়তে হবে বা নিজেদের মুখ বাধ্যতামূলক ঢেকে রাখতে হবে।

বায়োমেট্রিক মেশিনের টাচপ্যাডকে বারবার পরিস্কার করার জন্য একজন কর্মীকে রাখা হবে। এই কর্মী বায়োমেট্রিকে নিজেদের উপস্থিতি নথীভুক্ত করাতে আসা সরকারি কর্মচারীদের কোভিড অনুকূল আচরণ বজায় রাখতে সাহায্যও করবেন। বায়োমেট্রিক মেশিনকে খোলা পরিবেশে রাখতে হবে। যদি মেশিন ভেতরে রাখা হয়, তাহলে পর্যাপ্ত প্রাকৃতিক ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে।

কেন্দ্রীয় কর্মচারীদের দীপাবলির বোনাস

কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে কেন্দ্রীয় কর্মচারীদের মুল্যবৃদ্ধি ভাতা আর পেনশনধারীদের জন্য মুল্যবৃদ্ধি ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মুল্যবৃদ্ধি ভাতায় ৩ শতাংশ বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় কর্মচারীদের মূল বেতনে এখন ডিএ বেড়ে ৩১ শতাংশ হয়ে গিয়েছে। এই বৃদ্ধি পাওয়া ভাতা ১ জুলাই ২০২১ থেকে চালু হবে।

আরও পড়ুন: Duare Ration: দুয়ারে রেশনের চাল যাচ্ছে শুধু তৃণমূল পঞ্চায়েত সদস্যের ঘরে! অভিযোগ ঘিরে বাদুড়িয়ায় তুলকালাম

Next Article