নয়া দিল্লি: সিবিআই-কে নিয়ে কোনও সমস্যা থাকলে, সিবিআই-এর বিরুদ্ধেই মামলা করতে হবে। ওই সংস্থার ওপর কেন্দ্রের কোনও নিয়ন্ত্রণ নেই। সুপ্রিম কোর্টে এমনটাই বলল কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে না জানিয়েই একাধিক মামলার তদন্ত শুরু করছে সিবিআই, এই অভিযোগ জানিয়েই একটি মামলা হয়েছিল শীর্ষ আদালতে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কেন্দ্রের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্রকে এই মামলা যুক্ত করার কোনও যুক্তি নেই, কারণ এটা পুরোপুরি সিবিআই-এর ব্যাপার। আর সিবিআই স্বাধীন একটি সংস্থা।
রাজ্যকে না জানিয়ে বারবার এফআইআর করছে সিবিআই, এই অভিযোগে ‘অরিজিনাল সিভিল স্যুট’ দায়ের করেছিল রাজ্য সরকার। মোট ১২টি মামলার ক্ষেত্রে যাতে তদন্ত বন্ধ করা হয়, সেই আর্জি জানিয়েছিল রাজ্য। বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি অরবিন্দ কুমারের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। কিন্তু তুষার মেহতা উল্লেখ করেন, ভারতীয় সংবিধানের ১৩১ অনুচ্ছেদ অনুযায়ী, কেন্দ্র ও রাজ্যের মত পার্থক্য হলে তবেই ‘অরিজিনাল সিভিল স্যুট’ দায়ের করা যায়। এ ক্ষেত্রে যেহেতু অভিযোগ সিবিআই-এর বিরুদ্ধে, তাই কেন্দ্রের কোনও ভূমিকা নেই বলেই মন্তব্য করেছেন তিনি।
তুষার মেহতা এদিন শীর্ষ আদালতে বলেন, “সিবিআই আর কেন্দ্রীয় সরকার এক নয়। যদি সিবিআই-এর বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে সিবিআই-এর বিরুদ্ধেই মামলা করতে হবে। এই সংস্থার ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। এটি একটি স্বাধীন সংস্থা।”
ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে বলে, ‘আমরা তদন্তের বিষয়টা বুঝতে পারছি। সিবিআই স্বাধীনভাবেই কাজ করবে। তবে প্রশাসনিক দিক থেকে সিবিআই কেন্দ্রেরই অধীন।’ তুষার মেহতা আবারও ব্যাখ্যা করেন, কেন্দ্রীয় সরকার তদন্তের বিষয়ে কোনও হস্তক্ষেপ করতে পারে না। ওই স্যুট তুলে নেওয়া উচিত বলেও দাবি করেন তিনি।
তবে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবাল দাবি করেন, স্যুট কেন্দ্রের বিরুদ্ধেই করা হয়েছে, কারণ কেন্দ্র নির্দেশ না দিলে সিবিআই তদন্ত করতে পারে না। তাই কেন্দ্রের যুক্তি মানতে নারাজ তিনি। আগামী ২৩ নভেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে।