AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shantipur: বিমা থেকে ভর্তুকি, কী পাচ্ছেন শান্তিপুর-ফুলিয়ার তাঁতিরা, উত্তরে জানাল কেন্দ্র

Shantipur: গত কয়েক বছরে বারবার তাঁতিদের অবস্থার কথা সামনে এসেছে। বিশেষত Shantipur: শান্তিপুর ও ফুলিয়ার তাঁতিদের অবস্থা প্রশ্নের মুখে। তাঁদের জন্য কেন্দ্র কী ভাবছে, আদৌ কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্ন তুললেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

Shantipur: বিমা থেকে ভর্তুকি, কী পাচ্ছেন শান্তিপুর-ফুলিয়ার তাঁতিরা, উত্তরে জানাল কেন্দ্র
| Edited By: | Updated on: Jul 30, 2025 | 3:13 PM
Share

:

কলকাতা: বাংলার অন্যতম ঐতিহ্যের নাম তাঁত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উপাদান বদলেছে। বদলেছে মানুষের পছন্দ। সেই সবকিছুর সঙ্গে তাল মেলাতে গিয়ে ধাক্কা খাচ্ছে বাংলার সেই হ্যান্ডলুম। গত কয়েক বছরে বারবার তাঁতিদের অবস্থার কথা সামনে এসেছে। বিশেষত শান্তিপুর ও ফুলিয়ার তাঁতিদের অবস্থা প্রশ্নের মুখে। তাঁদের জন্য কেন্দ্র কী ভাবছে, আদৌ কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্ন তুললেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

লোকসভায় বিজেপি সাংসদ এই বিষয়ে প্রশ্ন রেখেছিলেন, যার উত্তর দেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনও যোগাযোগ করা হয়েছিল কি না, সেই বিষয়েও জানতে চেয়েছিলেন সাংসদ।

প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ৩৯টি হ্যান্ডলুম ক্লাস্টার গঠিত হয়েছে, যার মধ্যে ২টি রয়েছে শান্তিপুরে। এর ফলে ৩০,০০০-এরও বেশি তাঁতি উপকৃত হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ৫,০৩৮ জন উন্নত লুম ও আনুষঙ্গিক যন্ত্রপাতি পেয়েছেন। ১,৬৭৬ জন কারিগরকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, ১২টি হ্যান্ডলুম প্রোডিউসার কোম্পানি গঠিত হয়েছে, যার মধ্যে শান্তিপুরে ২টি ও ফুলিয়ায় ১টি রয়েছে। তাঁতিদের জন্য মুদ্রা ঋণ প্রকল্পে ৪৩,০০০-এর বেশি ঋণ প্রদান করা হয়েছে, হ্যান্ডলুম পণ্যের প্রচারে ২৯টি বিপণন ইভেন্টও করা হয়েছে। ২ লক্ষের বেশি তাঁতিকে বিমা প্রকল্পের আওতায় আনা হয়েছে। বছরে ৫৪,০০০-এর বেশি তাঁতি সুতো ভর্তুকি ও বাড়িতে ডেলিভারির সুবিধা পাচ্ছেন বলেও জানানো হয়েছে।