রুখতে হবে ভ্যাকসিন সংক্রান্ত অপপ্রচার, রাজ্যগুলিকে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ঋদ্ধীশ দত্ত |

Jan 07, 2021 | 8:07 PM

প্রথম ধাপে স্বাস্থ্য কর্মী ও পুলিস কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে টিকাকরণ হবে পঞ্চাশোর্ধ্ব এবং কোমর্বিডিটি থাকা নাগরিকদের।

রুখতে হবে ভ্যাকসিন সংক্রান্ত অপপ্রচার, রাজ্যগুলিকে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
রুখতে হবে ভ্যাকসিন সংক্রান্ত অপপ্রচার, রাজ্যগুলিকে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Follow Us

কলকাতা: আগামিকাল দেশজুড়ে ফের হতে চলেছে কোভিড ভ্যাকসিনের (Covid Vaccine) দ্বিতীয় দফার ড্রাই রান (Dry Run)। কীভাবে এই ড্রাই রান চালানো হবে তার পরিকল্পনা করতে এদিন ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (Harsh Vardhan)। সূত্রের খবর, শহরের সবকটি মেডিক্যাল কলেজে আগামিকাল ড্রাই রান হবে। প্রত্যেক জেলার তিনটি করে সেন্টারে তা চলবে। শহরাঞ্চল, গ্রামীণ এবং জেলার বড় হাসপাতাল বা মেডিক্যাল কলেজে তিনটি সেন্টার ভাগ করে দেওয়া হবে।

কোভ্যাকসিন ও কোভিশিল্ড, মূলত এই দুটি ভ্যাকসিনর ব্যবহার দেশে শীঘ্রই শুরু হবে। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হওয়া বৈঠকে বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। টিকাকরণের ক্ষেত্রে যাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তাঁদের কাছে যাতে সুরক্ষিতভাবে এই দুটি ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায়, সেদিকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে বলে তিনি জানান। হর্ষবর্ধন এদিন আবারও বলেন, প্রথম ধাপে স্বাস্থ্য কর্মী ও পুলিস কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে টিকাকরণ হবে পঞ্চাশোর্ধ্ব এবং কোমর্বিডিটি থাকা নাগরিকদের।

আরও পড়ুন: অপেক্ষার অবসান! আগামিকাল রাজ্যে আসছে ভ্যাকসিন

কোভিড ভ্যাকসিন সংক্রান্ত কোনও ধরনের অপপ্রচার যাতে না হয়, সেদিকেও রাজ্যগুলিকে যৌথভাবে নজর দিতে হবে। একই সঙ্গে কেন্দ্রও কড়া নজর রাখবে বিষয়টির ওপর, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রথম দফার ড্রাই রানের যে রিপোর্ট এসেছে, তা পুর্নমূল্যায়নের মাধ্যমে সংশোধিত হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: করোনায় মৃত্যু আরও এক চিকিৎসকের, উদ্বিগ্ন স্বাস্থ্যমহল

Next Article